মেক্সিকোতে গুপ্ত কবরে ৩২ লাশ ও শিরশ্ছেদ করা মাথা উদ্ধার

একটি অপহরণ মামলার তদন্তে মেক্সিকান পুলিশ খুঁজে পেয়েছে একটি গুপ্ত কবর। সেখান থেকে ৩২ টি লাশের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কিছু শিরশ্ছেদ করা মাথা। মাদকদ্রব্য চোরাচালানের জন্য কুখ্যাত মেক্সিকোর পাহাড়ি এলাকা গুয়েররেরো প্রদেশে এই কবরের সন্ধান পায় পুলিশ। এখন পর্যন্ত লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দেশটির পুলিশ জানায়, এখনও সেখানে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের ধারণা এই অঞ্চলে এমন আরো গুপ্ত কবর থাকতে পারে।
অপহৃত একজনকে খুঁজতে পুলিশ গত সপ্তাহে তদন্ত শুরু করে। এ সময় অপহৃত ব্যক্তিকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত একটি দলের ক্যাম্পে পাওয়া যায়। এ সময় ক্যাম্পটির আশেপাশে খোঁজ করে পুলিশ বেশ কিছু লুকিয়ে রাখা কবর থেকে ৭টি লাশ উদ্ধার করে। তারা এই ক্যাম্প থেকে একটি শীতলীকরণ যন্ত্র আবিষ্কার করে। এই যন্ত্রের ভেতরে একজনকে আটকে রাখা হয়েছিল।
এ ছাড়াও বেশ কিছু পরিত্যক্ত গাড়ি এবং গুলি সহ একে-৪৭ এবং এআর-১৫ বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার পর সেখান থেকে আরো লাশ এবং কিছু মানুষের শিরশ্ছেদ করা মাথা উদ্ধার করে পুলিশ। অভিযান এখনও চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন