মেক্সিকোয় আঘাত হেনেছে প্যাট্রিসিয়া
মেক্সিকোয় আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী হারিকেন প্যাট্রিসিয়া। দেশটির পশ্চিমাঙ্গলে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সর্বোচ্চ মাত্রার ঝড়টি ধেয়ে যাচ্ছে মেক্সিকোর মূলভাগের দিকে।
আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ৫ ক্যাটাগরির অর্থাৎ সর্বোচ্চ মাত্রার এই ঝড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। বৃষ্টিপাত এবং ভূমিধসে বিধ্বস্ত হতে পারে দেশটির ঝুঁকিপূর্ণ কিছু অঞ্চল। হারিকেন প্যাট্রিসিয়ার মতো বিধ্বংসী ঝড় স্মরণকালে আমেরিকায় বিরল।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, সর্বোচ্চ মাত্রার হারিকেনে মেক্সিকোয় জীবনবিধ্বংসী বন্যা ও ভূমিধস এরই মধ্যে শুরু হয়েছে। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
প্যাট্রিসিয়া মূলভাগের দিকে ধেয়ে আসছে। যে কারণে দেশটির নায়ারিত, জালিসকো, কোলিমা, মিচোয়াকান রাজ্যগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
ভূভাগে আঘাত হানার চার ঘণ্টা পর ক্যাটাগরি পাঁচ থেকে চারে নেমে এসে দুর্বল হচ্ছে হারিকেন প্যাট্রিসিয়া। পর্বতাঞ্চল অতিক্রম করার সময় আরো দুর্বল হয়ে মৌসুমী ঝড়ের মতো শক্তি দেখাবে এই হারিকেন। কিন্তু যত সময় পাঁচ ও চার মাত্রায় প্রবাহিত হচ্ছে, তত সময় প্যাট্রিসিয়া কতটা ক্ষয়ক্ষতি ঘটিয়ে যাবে, তা-ই বড় আশঙ্কা। কারণ প্যাট্রিসিয়াকে ফিলিপাইনে আঘাত হানা ঘূণিঝড় হাইয়ানের সঙ্গে তুলনা করা হচ্ছে। হাইয়ানের আঘাতে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ মারা যায়।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, যে ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল, হয়তো ততটা হবে না। প্রাথমিকভাবে যেসব প্রতিবেদন পাওয়া গেছে, তা থেকে এমনটাই দেখা যাচ্ছে।
মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে, কোমিলা থেকে যে খবর পেয়েছি আমরা, তাতে দেখা যাচ্ছে, অল্প ভূমিধস হয়েছে এবং কিছু গাছপালা ভেঙে পড়েছে।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়েছে, কোমিলার জীবন্ত আগ্নেয়গিরি থেকে উদগিরিত ছাই ঝড়ো বাতাস এবং বৃষ্টির সঙ্গে মিশে ভয়ঙ্কর রূপ নিতে পারে। কোমিলার ঝুঁকিপূর্ণ ওই এলাকায় প্রায় ৪ লাখ লোকের বসবাস রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে এরই মধ্যে কয়েক লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল-কলেজসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র : বিবিসি ও রয়টার্স অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন