‘মেঘের আড়াল’ এ রিয়াজ-মৌসুমী

একই ভুবনের দুই জনপ্রিয় তারকা রিয়াজ ও মৌসুমী। এবার তাদের একই ফ্রেমে দেখা যাবে। আর সেটি হল ‘মেঘের আড়াল’ নামে টেলিছবিতে। এটি পরিচালনা করেছেন খ্যাত সিনেমাটোগ্রাফার জেডএইচ মিন্টু। আর এবারই প্রথম রিয়াজ-মৌসুমী কোনো টেলিছবিতে জুটি হলেন। এর আগে তিনটি চলচ্চিত্র ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত একক নাটকেও অভিনয় করেছিলেন তারা। হলেন।
এদিকে মৌসুমী বলেন, ‘রিয়াজের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের। অনেক দিন পর তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। অন্যদিকে জেডএইচ মিন্টু গুছিয়ে কাজ করতে পছন্দ করেন। একসঙ্গে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছি আমরা।’ রিয়াজ বলেন, ‘ছোট পর্দায় মৌসুমীকে সহশিল্পী আর মিন্টুকে নির্মাতা হিসেবে পাওয়ায় যতটা বিস্মিত ততটাই আনন্দিত।’
এ বিষয়ে রিয়াজ জানিয়েছেন, ‘এমনিতে আমি এখন কম কাজ করি। গল্প ভালো না লাগলে কাজ করি না। তবে মেঘের আড়ালে-এর গল্পটি আমার ভালো লেগেছে। এ কারণেই অভিনয় করা। আর মৌসুমীর সঙ্গেও অনেক দিন কাজ করা হয় না’।
এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে টেলিছবির দৃশ্যধারণ করা হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সামাজিক বাস্তবতা আর ভালোবাসার টানাপড়েন টেলিছবির গল্প। এর কাহিনী বিন্যাস করেছেন হেলাল। টেলিছবিটিতে মৌসুমী অভিনয় করেছেন রোগীর চরিত্রে। আর রিয়াজ ডাক্তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন