রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেঘের ওপর হাঁটছে মানুষ!

সম্প্রতি এক বিমানযাত্রী বিমান ভ্রমণের সময় বিস্ময়কর ছবি তুলেছেন। তার তোলা ছবিতে দেখা যাচ্ছে ৩০ হাজার ফিট ওপরে মেঘের ওপর দিয়ে কিছু একটা হেটে যাচ্চে এবং দেখতে অনেকটা রোবট আকৃতির!

অনেক ইন্টারনেট ব্যবহারকারী ছবিটি দেখে মন্তব্য করেছে যে, মেঘের ওপরে দেখা পাওয়া ওই বিস্ময়কর আকৃতিটি দেখতে অনেকটা দ্য আয়রণ জায়ান্ট সিনেমার রোবটের মতোই।

আয়ারল্যান্ডের একটি সফটওয়্যার টিমের ম্যানেজার ৩০ বছর বয়সী ফ্লায়ার নিক সম্প্রতি অস্ট্রিয়া থেকে ইজি জেট ফ্লাইটে কর্কে যাওয়ার সময় লক্ষ্য করেন যে, বিস্ময়কর কিছু একটা মেঘের ওপর দিয়ে হেটে যাচ্ছে এবং ক্যামেরায় সে ছবি তোলেন তিনি।

ছবিটি প্রথমে জেওই ডটআইই ওয়েবসাইট এবং পরবর্তীতে রেডডিটে আপলোড করার পর অনেকেই মন্তব্য করেন, এটি দেখতে অনেকটা আয়রণ জায়ান্ট রোবটের মতোই।

এ প্রসঙ্গে ফ্লায়ার নিক যুক্তরাজ্যের ডেইলি মেইল অনলাইনকে জানান, তিনিও বিশ্বাস করেন ওই আকৃতিটি দেখতে রোবটের মতো।
তিনি বলেন, ‘বিমানযোগে আমি অস্ট্রিয়া থেকে ফিরছিলাম, বিমানে আমি জানালার পাশে বসেছিলাম এবং পাশে আমার আরো দুইজন সহকর্মী ছিল। হঠাৎ জানালা দিয়ে আমরা দেখতে পাই, মেঘের ওপর একটি আকৃতিকে এবং সেটা আমাদের অনেকটা কাছাকাছিই চলে এসেছিল। আমার পাশে থাকা দুইজনও নারী সহকর্মীও ওটিকে দেখতে পান এবং খুবই অবাক হন। আমি দ্রুত ক্যামেরায় কয়েকটি ছবি তুলে ফেলি।’

‘বিমানটি পাশ কাটানোর আগে পর্যন্ত প্রায় দুই মিনিট সেটিকে দেখতে পেয়েছি এবং দেখতে অনেকটা রোবটের মতোই। তবে সত্যি কথা বলতে, আমার আসলেই কোনো ধারণা নেই যে, সেটি আসলে কী ছিল।

অনলাইনে অনেকে তাদের মন্তব্যে বলছেন যে, এটি আসলে মেঘের স্তর ছিল কিন্তু আমার তা মনে হয় না। কারণ, আমি খুব কাছ থেকেই তা প্রত্যক্ষ করেছি। হতে পারে মেঘের স্তর কিন্তু এ ব্যাপারে আমি মেঘের গঠন সম্পর্কে জানেন এমন বিশেষজ্ঞদের ব্যাখা প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে চীনের আকাশে পুরো শহর ভাসছিল বলে খবর ছড়িয়েছিল। চীনের ফোশাং ও জিয়াংসি শহরের হাজার হাজার বাসিন্দা দাবি করেছিলেন, বেশ কিছুক্ষণ ধরেই আকাশে স্থায়ী হয়েছিল ভাসমান শহর।

তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছিলেন, সেটি ‘ইলিউশন’ ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর ছবিই ওই মেঘে প্রতিফলিত হয়ে কোনোভাবে তৈরি করেছিল শহরের চিত্র।

তথ্যসূত্র ডেইলি মেইল

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!