মেঘের ভেলায় ভাসছি : মিষ্টি জান্নাত

দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর গানের শুটিং করছেন নায়ক সাইমন ও নায়িকা মিষ্টি জান্নাত। ছবির নাম ‘তুই আমার’। ছবিটির শুটিং আজ মঙ্গলবারই শেষ হওয়ার কথা। দার্জিলিংয়ে কিছুক্ষণ পরপর মেঘের আনাগোনা থাকায় শুটিংয়ে একটু সমস্যা হলেও থেমে থেমে কাজ করে যাচ্ছে পুরো ইউনিট। এমনটাই জানিয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত। কাজ আজ শেষ হলে আগামীকাল বুধবারই ছবির ইউনিট বাংলাদেশে ফিরবে বলে জানিয়েছেন তিনি।
জান্নাত আরো বলেন, ‘আমরা এখানে গত ১৭ তারিখ থেকে শুটিং করছি। দার্জিলিংয়ের পাহাড়ের চূড়ায় কিছু লোকেশনে আমরা শুটিং করছি। অনেক সুন্দর কিছু লোকেশন, কিন্তু এখানে মেঘের ভেলায় আমরা ভাসছি। থেমে থেমে শুটিং করতে হচ্ছে। কারণ কিছুক্ষণ পরপর মেঘ এসে আমাদের ঢেকে দিচ্ছে। এরপরও কাজ করতে অনেক ভালো লাগছে। এর আগেও আমি দেশের বাইরে গানের শুটিং করেছি কিন্তু এই লোকেশন একেবারেই আলাদা মনে হয়েছে। সংগীত আয়োজন করেছেন কলকাতার প্রিতম। আর আমাদের নাচের কোরিওগ্রাফি করছেন কলকাতার শঙ্কর রায় ও বাংলাদেশের মাসুম বাবুল।
গানের শুটিং প্রসঙ্গে জান্নাত বলেন, ‘এরই মধ্যে আমরা ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি। গানের শুটিং বাংলাদেশেও দুটি শেষ হয়েছে । আমি এমনিতেই একটু বেছে কাজ করতে পছন্দ করি। যেহেতু আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি, সেখানেও অনেক সময় দিতে হয়। চলচ্চিত্রে কাজ করি ভালোবেসে, যে কারণে ভালো কাজগুলোর সঙ্গে যুক্ত হতে চাই। এই ছবির গল্প একেবারেই মৌলিক গল্পের ছবি। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন