মেডিকেল ভর্তিচ্ছুদের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের গোপন বৈঠক
২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনঃভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে গোপন বৈঠকে বসেছেন স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অধিদফতরের মহাপরিচালক মো. নুরুল হক। বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত আছেন বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এই বৈঠকটি শুরু হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশকারী কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবদুল হান্নান, পরিচালক (প্রশাসন) এহতেশামুল হক।
এছাড়া বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। প্রসঙ্গত, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গত ২০ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন