মেলা বন্ধ করতে গিয়ে হামলায় ৪ পুলিশ আহত
বগুড়ার সোনাতলার লোহাগাড়ায় ১০৬ বছরের প্রাচীন ঐতিহাসিক ‘অক্ষয় তিথি স্নান মেলা’ বন্ধ করতে বলায় সন্ত্রাসীদের হামলায় তিন কর্মকর্তাসহ চার পুলিশ আহত হয়েছেন।
শনিবার রাতের এ ঘটনায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এ হামলা চালিয়েছে। তবে আহতরা বলেছেন, অন্ধকারের মধ্যে তারা কাউকে চিনতে পারেননি।
থানার ওসি শরিফুল ইসলাম জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি। থানায় কোনো অভিযোগও হয়নি।
আহতরা হলেন- সোনাতলা থানার এসআই সুশান্ত, এসআই হাফিজ, এসআই আনিস ও কনস্টেবল শাহ আলী।
আহত এসআই সুশান্ত জানান, সোনাতলার লোহাগাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘অক্ষয় তিথি স্নান’ উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। গ্রামের বিদু চন্দ্র ও রাজা মিয়া ৪৫ হাজার টাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মেলা ইজারা নেন। শনিবার দিনভর মেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় মেলা বন্ধ করার কথা থাকলেও আয়োজকরা অনুরোধ করে দুই ঘণ্টা বৃদ্ধি করে নেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টায় মেলা ভেঙে না দেয়ায় পুলিশ কর্মকর্তারা আয়োজকদের উপর চাপ সৃষ্টি করেন। তখন তাদের হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মেলায় জুয়া চালানোর অনুমতি চেয়ে ব্যর্থ হওয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপর ক্ষিপ্ত ছিল।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির জানান, তিনি লোকমুখে এমন কথা শুনলেও সত্যতা পাননি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল জানান, এ ঘটনায় তার সংগঠনের কেউ জড়িত নেই।
আওয়ামী লীগ নেতা হিরু ফোন বন্ধ রাখায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন