মেসিকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে বেশি জয় বার্সার

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে বেশি ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম। প্রতিবেদনটিতে একটি পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়াই বেশি জয় পেয়েছে বার্সেলোনা।
পরিসংখ্যানে তারা দেখিয়েছে, মেসিকে দলে রেখে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে মোট ৯৮টি। যেখানে জয় পেয়েছে ৬০টি, ড্র করেছে ২৩টি আর হেরেছে ১৫টিতে। অন্যদিকে, মেসিকে ছাড়া এই আসরে বর্সা খেলেছে মোট ৩৪টি ম্যাচ। যেখানে ম্যাচ জয়ের সংখ্যা আছে ২২টি, ড্র’র সংখ্যা ৮টি আর হারের সংখ্যা ৪টি।
এতে দেখা যাচ্ছে পরিসংখ্যানটির গড় হিসেবে, মেসি দলে থাকলে জয় পায় ৬১.২ শতাংশ, আর দলে না থাকলে জয় পায় ৬৪.৭ শতাংশ।
প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বরুশিয়া মনচেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে বার্সা। যেখানে চোটের কারণেথাকতে পাচ্ছেন না মেসি। বরাবরের মতো এ ম্যাচের আগেও মেসিকে না পাওয়ায় হতাশ তার ক্লাব, সতীর্থ আর সমর্থকরা। এই প্রেক্ষাপটে পরিসংখ্যানমূলক এ প্রতিবেদন প্রকাশ করছে গোল ডটকম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন