মেসিকে যদি ফিরিয়ে আনতে পারে আমাদের মত বক্ত, তাহলে বস মাশরাফিকে কেন নয়?
পাঠকের কলাম– মেসিকে যদি মাঠে ফিরিয়ে আনতে পারে আমাদের মত বক্তরাই তাহলে আমরা কেন পারব না। বস মাশরাফিকে সেই টি-২০ ক্রিকেটের অধিনায়ক স্থানটি পূরণ করতে। আসুন আমারা সবাই মিলে বস কে আবার মাঠে ফিরিয়ে আনতে চেষ্টা করি। আজকে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজাকে টি-২০ ক্রিকেটে ফিরে পেতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নড়াইলের ক্রিকেটপ্রেমী ও মাশরাফি ভক্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।
নড়াইল ক্রিকেটপ্রেমীরা সন্ধ্যা সাতটার দিকে নড়াইল চৌরাস্তা থেকে মোমবাতি জ্বালিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এসময় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।
সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মাশরাফিকে টি টুয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। অন্যত্থায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয়। পাশাপাশি আগামী শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কালোব্যাজ ধারণ এবং রবিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
এদিকে মাশরাফিকে টি টুয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে শহরের একাধিক পয়েন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এছাড়া সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন