মেসিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিচের দিকে থাকলেও ফিফার নতুন র্যাঙ্কিং শীর্ষস্থান ধরে রাখছে আর্জেন্টিনা। তবে ব্রাজিল নিঃশ্বাস ফেলছে মেসিদের ঘাড়ে; উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আগামী ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন র্যাঙ্কিং ঘোষণা করবে ফিফা। তবে এ পর্বের আন্তর্জাতিক সূচি শেষ হয়ে যাওয়ায় এরই মধ্যে ঠিক হয়ে গেছে দলগুলোর অবস্থান।
ইএসপিএন জানায়, গত মঙ্গলবার কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা হারলেই শীর্ষে উঠে যেত ব্রাজিল। তবে ঘরের মাঠের ম্যাচটি ৩-০ গোলে জেতায় শীর্ষস্থান ধরে রাখবে লিওনেল মেসি-গনসালো হিগুয়াইনরা।
গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুকে ২-০ গোলে হারায় ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দল হিসেবে এক আসরে টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড গড়া দলটি ২০১০ বিশ্বকাপের আগে থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেনি। দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই বিশ্বকাপের পর থেকে গত ছয় বছরে ব্রাজিলের এবারের দ্বিতীয় স্থানে ওঠাটাই হবে সর্বোচ্চ র্যাঙ্কিং।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন