মেসির অভাব টের পেলেন বার্সা কোচ

মালাগার বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। ম্যাচটি শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে (গোলশূন্য)। মালাগার বিপক্ষে মেসির অভাব টের পেয়েছেন বার্সা কোচ লুইস এনরিক। এটা বলা বাহুল্য।
এদিকে মালাগার বিপক্ষে মেসি ফিট ছিলেন না। জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই ফুটবলারকে নিয়ে তাই ঝুুঁকি নেন বার্সা বস। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসি পাবেন বলে আশাবাদী স্প্যানিশ এই কোচ।
মেসিকে নিয়ে এনরিক বলেন, ‘ম্যাচটি খেলার জন্য মেসিকে পূর্ণ ফিট মনে হয়নি। তবে তার শারীরিক অবস্থা খুব মারাত্মক নয়। সুস্থ হওয়ার পথেই রয়েছে সে। এই ম্যাচে আমরা মেসি হারিয়েছি, লুইস সুয়ারেজকে পায়নি। এটা অজুহাত দিতে চাই না। কারণ এই স্কোয়াড (মেসি-সুয়ারেজকে ছাড়া) নিয়েই আমরা জিততে পারি।’
নেইমারকে নিয়ে গড়া একাদশ নিয়ে অবশ্য ভালো খেলেছে বার্সা। গোল না পাওয়ায় জয়ের মুখ দেখেনি তারা। তবে শিষ্যদের প্রশংসা করতে ভুল করেননি এনরিক। বলেন, ‘আমি আমার খেলোয়াড় ও বার্সা ভক্তদের প্রশংসা করছি। মালাগার বিপক্ষে আমরা সুযোগ পেয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা লড়ে গেছি। আমরা কেউই কিন্তু পয়েন্ট হারাতে চাইনি। ম্যাচ শেষে ছেলেদের হতাশার ছবিই সব বলে দেয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন