মেসির আর্জেন্টিনার সামনে এবার অন্যরকম চিলি
তারকায় ঠাসা আর্জেন্টিনা কোপা আমেরিকায় শতবর্ষী আসরের অন্যতম ফেভারিট। মেসির দল টুর্নামেন্ট শুরু করবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে, অনেক দিন ধরেই যারা নিজেদের হারিয়ে খুঁজছে।
যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল আটটায় মুখোমুখি হবে সবশেষ কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট।
ম্যাচটি আর্জেন্টিনার জন্য প্রতিশোধের উপলক্ষও। গত বছর নিজেদের আঙিনায় ফাইনালে টাইব্রেকারে লিওনেল মেসিদের হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল চিলি।
সান্তিয়াগোর সেই মাঠেই এ বছরের মার্চে প্রতিশোধের একটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে স্বাগতিক চিলিকে ২-১ গোলে হারিয়ে সুযোগ কাজেও লাগায় তারা।
কোপা আমেরিকার ফাইনাল হেরে যাওয়ার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার আরেকটি সুযোগ মার্তিনোর দলের সামনে। যদিও প্রতিশোধ শব্দটি মুখে আনছে না তার শিষ্যরা।
এদিকে, এবারের লড়াইয়ের আগে আর্জেন্টিনা ও চিলি দলে দুই রকমের অনুভূতি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফেভারিটের তালিকায় চিলির নামও থাকছে, তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে তাদের শিরোপা ধরে রাখার পক্ষে বাজি ধরার লোক হয়ত খুব বেশি পাওয়া যাবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন