মেসির খোলা চিঠি…
আবারও ব্যালন ডি’অর নিজের শোকেসে তুললেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে পঞ্চমবারের মতো সর্বোচ্চ এই অর্জনের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখলেন এলএম টেন।
জানালেন ফুটবলকে যে কতটা ভালোবাসেন তিনি। এ বিষয়ে মেসি বলেন, ‘ছোটবেলা থেকেই ফুটবল খেলাটাকে অন্ধের মতো ভালোবাসি আমি। সেই ফুটবল খেলাকে ধন্যবাদ।’ যাদের জন্য পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন বলে মনে করেন মেসি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমার সঙ্গে যারা জড়িয়ে-পরিবার, বন্ধু, সতীর্থ, ভক্ত-সমর্থকরা সকলকেই ধন্যবাদ। আসলে সবার অবদান ছাড়া ব্যক্তিগত এই পুরস্কার জেতা সম্ভব ছিল না। আমার সব খারাপ সময়ে, হতাশায়, পরাজয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রকৃতপক্ষে এই ঘটনাগুলোই আমাকে আরও বেশি পরিপক্ক করেছে। তাই এই পুরস্কার আমি সবাইকে উৎসর্গ করতে চাই।’
টানা চারবার ব্যালন ডি’অর জেতার পর দুইবার দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ব্যালন ডি’অর উৎসব করতে। এ বিষয়ে নিজের মনোভাব প্রকাশ করতে গিয়ে লিওনেল মেসি বলেন, ‘দুই বছর ব্যালন ডি’অর জিততে পারিনি। অন্যকে জিততে দেখেছি। তখন আমি অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এবার আবারও ট্রফিটা আমার। ব্যালন ডি’অর জেতাটা সবসময়ই স্পেশাল।’
মাঝেমধ্যেই গুজব রটে বার্সা ছাড়ছেন মেসি। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার বিষয়ে। তবে ব্যালন ডি’অর পুনরুদ্ধার করার পর তাতে জল ঢেলে দিলেন মেসি। তিনি বলেন, ‘নিজের ঘরে খেলেই বিদায় নিতে চাই আমি। আর আমার ঘর হলো বার্সেলোনা। আমি সবসময়ই বলেছি বার্সেলোনা ছাড়তে চাই না। এই কথাটাই সবসময় বলব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন