মেসির গায়ে থুথু!
ক্রিকেটে শচীন যেমন, ফুটবলে মেসি তেমন। কারো কোনো কলঙ্ক নেই। দর্শক, সতীর্থ, প্রতিপক্ষ খেলোয়াড় কেউ এই দুজনের নামে আজ অবধি কোনো দুর্নাম দিতে পারেনি। শচীন কখনো দর্শকদের আক্রমণের শিকার না হলেও মেসিকে হতে হলো। রিভার প্লেটের এক সমর্থক টোকিওর নারিটা বিমানবন্দরে বসে মেসিকে উদ্দেশ্য করে থুথু ছিটান! ওই ব্যক্তির বাড়ি আবার আর্জেন্টিনায়!!
জাপান থেকে ক্লাব বিশ্বকাপ জিতে স্পেনে ফিরছিল বার্সেলোনা। ফাইনালে রিভার প্লেটকে ৩-০ গোলে হারায় মেসি-সুয়ারেজরা। ম্যাচে মেসি ছিলেন অপ্রতিরোধ্য। মূলত এ কারণেই মেসির ওপর ক্ষোভ ওই দর্শকের।
ভিসা নিয়ন্ত্রণ কক্ষের সামনে বসে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, গেট দিয়ে ঢোকার সময় রিভার প্লেটের সমর্থকরা মেসিকে গালাগালি দিচ্ছিলেন। মেসির সঙ্গে ছিলেন তার বন্ধু লুইস সুয়ারেজ। সমর্থকদের এই কাণ্ড দেখে তিনি চটে যান। মোকাবিলা করতে শুরু করেন।
পরিস্থিতি স্বাভাবিক হয় বার্সার কর্মকর্তাদের হস্তক্ষেপে। এগিয়ে আসেন কোচ লুইস এনরিকে এবং মাশ্চেরানো।
এই ঘটনার পর রিভার প্লেটের সভাপতি বার্সার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘এমন দুই একটি আগাছা সব যায়গায় থাকে। আমরা লজ্জিত। ব্যথিত।’
অবাক করার বিষয় এই ঘটনার পরও রিভারের সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে এতটুকু কার্পণ্য করেননি কিংবদন্তি। হাসিমুখে তাকে সেলফি তুলতে দেখা গেছে অনেকের সঙ্গে! এত কিছুর পর তিনি এসব পারেন বলেই হয়তো নাম তার মেসি। লিওনেল মেসি!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন