মেসির জোড়া গোলে বার্সার জয়
আর্সেনালের মাঠে লিওনেল মেসির জোড়া গোলে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। এদিন বার্সার এমএসএন ত্রয়ীর অন্য দুইজন নেইমার-সুয়ারেস গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে খেলেছেন দারুণ।
মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে শুরুতে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। তবে উল্টো কয়েকবার প্রতি-আক্রমণে কাঁপিয়েও দেয় আর্সেনাল। কিন্তু হাভিয়ের মাসচেরানো, মার্ক-আন্দ্রে টের স্টেগেনদের প্রতিরোধ ভাঙা সম্ভব হয়নি। অন্যদিকে, এমএসএন দারুণ পারফর্ম করলেও জালে বল ঢুকাতে পারেননি। আর এভাবেই আক্রমণ ও পাল্টা আক্রমণে গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচের ৭১তম মিনিটে বার্সাকে আর ঠেকানো যায়নি। নেইমানের থেকে বল জালে জড়াতে ভুল করেননি আর্জেন্টিনাইন অধিনায়ক মেসি। এরপর ম্যাথিউ ফ্লামিনি অযথাই মেসিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৩তম মিনিটে তার দ্বিতীয় গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। যোগ করা সময়ে নেইমারের হেড দারুণ দক্ষতায় গোলরক্ষক চেক না ফেরালে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো বার্সা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন