মেসির পক্ষে শতভাগ দেওয়া অসম্ভব
আজ রাতেই মাঠে নামছে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশেষ করে হাইভোল্টেজ এই ম্যাচে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন দল দুটির সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু পতুর্গিজ তারকা রোনালদো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকলেও ইনজুরির কারণে চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসির মাঠে নামা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। তবে সব শঙ্কা কাটিয়ে আজ এল ক্লাসিকোতে মেসি মাঠে নামলেও তার পক্ষে শতভাগ দেওয়া সম্ভব হবে না বলে মনে করছেন দলটির কোচ লুইস এনরিকে।
মেসিকে নিয়ে বার্সেলোনা কোচের মন্তব্যে বোঝা যায় শতভাগ দিতে না পারলেও অন্তত সান্তিয়াগো বার্নাব্যুতে দলের জার্সি গায়ে কিছু সময়ের জন্য দেখা যেতে পারে মেসিকে। ক্লাসিকোর আগে মেসির মাঠে নামা নিয়ে এক সংবাদ সম্মেলনে এনরিকে জানান, ‘লিও দলে ফিরেছে এবং তার অনুভূতি ইতিবাচক। আজ অনুশীলন সেশনেও তার সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জানি সে শতভাগ দিতে পারবে না। এটা তার জন্য অসম্ভব। কেননা সে সদ্য ইনজুরি কাটিয়ে ফিরেছে। তবে এটি আমাদের জন্য সুখবর যে সে দলে ফিরতে পেরেছে।’
সেপ্টেম্বরের শেষের দিকে লাস পালমাসের বিপক্ষে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন মেসি। এরপর থেকে দলের বাইরে রয়েছেন তিনি। তবে এল ক্লাসিকোতে খেলার জন্য গত সপ্তাহে দলের অনুশীলনে ফিরেছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার। মর্যাদার এল ক্লাসিকোর আগে্ আবারও দলে ফিরতে পারায় মেসি বেশ উদ্দীপ্ত রয়েছেন বলে জানিয়েছেন বার্সা কোচ এনরিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন