মেসির ফুটবল-জ্ঞান দেখে অবাক আর্জেন্টিনা কোচ

ফুটবলই যার ধ্যান, ফুটবলেই যার বিচরণ। ফুটবল বিষয়ে তার জ্ঞান থাকবে, এটাই স্বাভাবিক। তবে ভাবনাকে যখন ছাড়িয়ে যায়, তখন তো বিস্মিত হওয়ারই কথা। হ্যাঁ, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির ফুটবল-জ্ঞান দেখে অবাক হয়েছেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা।
মেসিকে ফুটবলের ‘সবজান্তা’ হিসেবে উল্লেখ করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘মেসির ফুটবল-জ্ঞান দেখে আমি বিস্মিত হয়েছি। কারণ, সে তার সতীর্থ, ট্যাকনিকাল টিম ও ফুটবল সম্পর্কে ‘সবকিছুই’ জানে। সব বিষয়ে সে সচেতন। তার মানের একজন খেলোয়াড়ের এ বিষয়ে ধারণা থাকবে, এটা আমিও বিশ্বাস করি। তবে মেসি আমাকে অবাক করেছে এজন্য যে আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে সে।’
আর্জেন্টাইন কোচ আরো যোগ করেন, ‘লিও সবকিছু নিয়েই ভাবে। তাই এসবে সম্যক ধারণা রাখে সে। কোনো কিছুই এড়িয়ে যায় না সে। দলে সবার সঙ্গে তার ভালো বোঝাপড়া আছে। এটা যে কোনো দলের জন্য ভালো যে তাদের (খেলোয়াড়) ভাবনাগুলো সকলের সঙ্গে শেয়ার করে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন