মেসির বিকল্প হতে নেইমারের প্রস্ততি
নিজেদের সবশেষ ম্যাচে লা লিগায় শক্তিশালী সেভিয়াকে হারিয়েছে বার্সেলোনা। মেসি-নেইমার ও সুয়ারেজেদের সুসংহত পারফরম্যান্সে ক্যাম্প ন্যু থেকে হার নিয়ে ফিরেছে সেভিয়া।
তবে দল হারলেও প্রতিপক্ষ শিবিরের ব্রাজিলিয়ান তারকা নেইমারের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি। বার্সেলোনায় নেইমার বর্তমান সময়ে সেরা মেসির বিকল্প হাতে পারবেন বলে মনে করেন চিলিয়ান এই কোচ।
চলতি মৌসুমে লিগে ৯টি গোল করেছেন নেইমার। এছাড়া সতীর্থদের দেওয়া ১২টি গোলে অবদান রয়েছে সেলেসাও এ তারকার। দারুণ ছন্দ ও দুর্দান্ত প্রতিভার জন্য নেইমার বার্সেলোনায় মেসির যোগ্য উত্তরসূরী হতে পারবেন বলে সাম্পাওলির বিশ্বাস।
বুধবার বার্সেলোনার বিপক্ষে হারের পর এক সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেন, ‘নিজের অর্জনের জন্য আমি নেইমারকে অভিনন্দন জানাই। সে মেসির যোগ্য উত্তরসূরী এবং ভবিষ্যতে দারুণ কিছুর করার জন্য এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।’
মেসি ও নেইমারদের দুর্দান্ত পারফরম্যান্সে এবার শিরোপার দৌড়ে রয়েছে বার্সেলোনা। ৩০ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন