মেসির বিদায়, কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

অনেকে চাচ্ছেন আমি সরে যাই, তাই অবসর নিলাম।শতবর্ষী কোপা আমেরিকার শিরোপা জয়ে ব্যর্থ হওয়ার পর গণমাধ্যমকে এ কথা বলেন মেসি। বুঝিয়ে দেন জাতীয় দলের হয়ে আর মাঠে দেখা যাবে না তাকে।তাই আর্জেন্টাইন ভক্ত ছাড়াও ফুটবল পাড়ার অনেকের প্রশ্ন কে হচ্ছেন পরবর্তী আর্জেন্টিনার অধিনায়ক?
এদিকে মেসির অবসরের পর দলটির আরো ছয় জন তারকার খেলোয়াড়ের অবসরের গুঞ্জন উঠেছে। ইএসপিএন আর্জেন্টিনার মতে, আজ বা আগামীকালের ভেতর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন লুকাস বিলিয়া, বানেগা, ডি মারিয়া এবং হিগুয়েনও।
গত আসরেও একই ভুল করেছিলেন মেসিরা।
তাই ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কান্নারত অবস্থায় মেসি বলেছেন, ‘আমার জন্য জাতীয় দল আজ থেকে শেষ হয়ে গেছে। যা আমার পক্ষে সম্ভব ছিল আমি সবকিছুই করেছি। চারটি ফাইনালে খেলেছি কিন্তু দূর্ভাগ্য হলো একটিতেও জিততে পারিনি। এটা আমার ও পুরো দলের জন্য অত্যন্ত কঠিন একটি মুহূর্ত। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আর্জেন্টিনার হয়ে আমার যাত্রা এখানেই শেষ।’
তবে আর যাই হোক সতীর্থদের দাবি মেসি কেবল আবেগের বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। আর তা যদি নাই হয় তবে কোচ মার্টিনোর জন্য হবে এটি বড় ধরণের চ্যালেঞ্জ। কারণ যোগ্য লোকের বিদায়ের শূন্যতা তিনি কতটা পূরণ করতে পারবেন সেটিই এখন দেখার বিষয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন