মেসির বিয়ের দিন আলভেজের টোপ গিলেন নেইমার

নেইমারকে বার্সা ছাড়তে প্রলুব্ধ করেছিলেন সাবেক কাতালান ডিফেন্ডার দানি আলভেজ। পরিকল্পনা হয়েছিল লিওনেল মেসির বিয়ের দিন। ওই দিন নাকি নেইমার-আলভেজ গোপন বৈঠক করেন। সেখানেই চূড়ান্ত হয়ে যায় নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাবেন। নেইমারকে বুঝিয়ে-সুঝিয়ে বার্সা ছাড়তে রাজি করান আলভেজ। খবর স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র।
শেষমেশ নেইমার ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন। বার্সায় ১১ নম্বর জার্সি পরলেও পিএসজিতে ১০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে নেইমারকে। অবশ্য এখনও পিএসজিতে অভিষেক ম্যাচ খেলা হয়নি ব্রাজিলিয়ান সেনসেশনের। নেইমারের খেলা দেখার জন্য আরও কিছু দিন অপেক্ষায় থাকতে হবে ফরাসি সমর্থকদের।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সায় আসার পর নেইমার গোল করেছেন একশর বেশি। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিও করেন তিনি। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশেই ছিল নেইমারের নাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন