মেসির ব্যাপারে আশাবাদী এনরিকে

দলের তারকা স্ট্রাইকার লিয়নেল মেসির বার্সেলোনায় থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও ক্লাবের সাথে নিজের সম্পর্কের ব্যপারে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না বার্সেলোনা বস লুইস এনরিকে।
কাতালান ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ বৃহস্পতিবার গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছিলেন ২৯ বছর বয়সী মেসি ক্যাম্প ন্যু থেকেই নিজের ক্যারিয়ার শেষ করবেন। যদিও ক্লাবের সাথে তার মেয়াদ রয়েছে আর মাত্র ১৮ মাস। এনরিকে বিষয়টিতে সমর্থন জানিয়ে বলেছেন, আমিও মনে করি বার্সেলোনার সাথে মেসির সম্পর্ক আরো দীর্ঘদিন বজায় থাকবে। এটা একজন খেলোয়াড়ের জন্য অত্যন্ত আনন্দের যে খুব ছোটবেলায় যে দলটির জন্য নিজের দেশ ছাড়তে হয়েছিল সেই ক্লাবেই ক্যারিয়ার শেষ করার সুযোগ হচ্ছে। বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় যে মেসি এতে কোন সন্দেহ নেই। এ কারনেই ক্লাবও তাকে সেই সুযোগ দিতে চায়। আমিও সেটাই বিশ্বাস করি।
ইতোমধ্যেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে বার্সেলোনা। এই তালিকায় আরো আছেন দলের অপর তারকা লুইস সুয়ারেস। তবে সবকিছুর পরেও মেসির চুক্তির বিষয়টি এখন সবচেয়ে আলোচনার বিষয়। তবে এনরিকের চুক্তি নিয়েও জোড় আলোচনা শুরু হয়েছে। যেহেতু চলতি মৌসুমের পরেই এনরিকের সাথে বার্সেলোনার বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। গত দুই মৌসুমে তার অধীনে কাতালানরা আটটি শিরোপা জয় করেছে, তারপরেও এনরিকের সাথে চুক্তি নবায়নে আগ্রহের অভাবের ইঙ্গিত পাওয়া গেছে। এনরিকে নিজেও এ ব্যপারে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন