‘মেসির ভাগ্য খারাপ’
দুর্ভাগ্যই বটে। টানা তিন বছর দলকে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে তুললেন। কিন্তু শিরোপা জেতা হলো না একবারও! দেশের হয়ে বড় শিরোপা না জেতায় তাই লিওনেল মেসির দুর্ভাগ্যকেই দায়ি করলেন হার্নান ক্রেসপো।
গত মাসে চিলির কাছে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে হারের পর মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দলকে বিদায় জানান মেসি। আর্জেন্টিনা ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে তিনটি কোপা ফাইনাল ও একটি বিশ্বকাপ ফাইনাল হেরেছেন।
মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেসপো বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ তিনটি আসর দেখুন। দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপের ফাইনাল; আপনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আপনি বড় ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন।’
আর্জেন্টিনার প্রাক্তন এই ফুটবলার আরো বলেন, ‘আমাদের জাতীয় দলকে আমি জিততে দেখতে চাই কিন্তু আমি বলতে চাই না যে মেসির ভুল ছিল, এটা ভালো নয়। মেসি খুব ভালো খেলেছে। সে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। সে বিশ্বের সেরা খেলোয়াড়। এটা (শিরোপা না জেতা) দুর্ভাগ্য।’
আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা-খরা নিয়েও হতাশ ক্রেসপো, ‘তবে এটা মেসির বিষয় নয়। এটা গত ২৩ বছরে জাতীয় দলের বড় কোনো শিরোপা না জেতার বিষয়। হ্যাঁ, তারা অলিম্পিক গেমসে (২০০৪ ও ২০০৮) জিতেছে। তবে অনেক ফাইনাল হেরেছে। দলকে তবু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলতে হবে। আশা করি পরেরবার আমরা জিতব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন