মেসির স্পেন ছেড়ে ইপিএলে খেলার কারণ পরিবার!

লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে তাঁর সম্পর্ক গত ১৪ বছরের। তবু, স্প্যানিশ এবং ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানাচ্ছে বার্সেলোনা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ভাবনা পুরোটা জল্পনা নয়! শুধু আয়কর বিতর্ক নয়, পরিবারের জন্যও স্পেন ছাড়তে পারেন মেসি।
মেসির স্পেন ছাড়ার কারণ বিশ্লেষণ করতে গিয়ে উঠে আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। যে তালিকায় প্রথমেই থাকতে পারে আয়কর বিতর্কে মেসির জড়িয়ে পড়া। গত জুলাইয়ে স্পেনের আদালত মেসি ও তাঁর বাবা জর্জের বিরুদ্ধে ২১ মাসের হাজতবাসের নির্দেশ দিয়েছিল। হাজতবাস
করতে না হলেও আদালতের ওই নির্দেশের পরই ক্ষিপ্ত তারকা ক্লাব ছাড়ার কথা ভাবতে শুরু করেন। তাই ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে একাধিক বৈঠক করা সত্ত্বেও মেসির বাবা নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত কথা দেননি। ক্লাবের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হতে বাকি আরও দু’বছর।
এর সঙ্গে রয়েছে মেসির বেতন সংক্রান্ত বিষয়। জানা গিয়েছে, বর্তমানে মেসির সাপ্তাহিক বেতন ৩ লক্ষ ৬৫ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৩১ কোটি টাকা)! স্পেনের সংবাদমাধ্যমের মতে বার্সেলোনার পক্ষে মেসির বেতন বাড়ানো কঠিন। সেক্ষেত্রে ম্যাঞ্চেস্টার সিটি বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্ষমতা আছে মেসির আর্থিক চাহিদা পূরণ করার।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি মেসিকে এই বিষয়ে বুঝিয়েছেন লুইস সুয়ারেজ! তিনি নাকি বলেছেন যে, প্রিমিয়ার লিগের মতো উত্তেজক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ বিশ্বফুটবলে আর নেই। সেখানে খেলার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। তাই পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী স্ট্রাইকারের কাছে ইপিএল নতুন আকর্ষণ হতে পারে।
এছাড়াও ইপিএলে খেলার সিদ্ধান্ত নিলে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে ফের খেলতে পারেন মেসি। দু’জনের সুসম্পর্ক ফুটবলবিশ্বে সর্বজনবিদিত। আরও একটি তাৎপর্যপূর্ণ কারণ আছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, মেসির পার্টনার আন্তোনেল্লা রোকুজ্জোর ঘনিষ্ঠ বন্ধু সেস ফ্যাব্রেগাসের পার্টনার ড্যানিয়েলা সিম্যান। ফ্যাব্রেগাস খেলছেন ইপিএলে। মেসি পরিবার নিয়ে ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে খুশি হয়তো হবেন আন্তোনেল্লা। তাই পার্টনারের জন্য ইংল্যান্ড যেতে আপত্তি না-ও করতে পারেন মেসি!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন