মেসি জাদুতে পণ্ড হওয়া বিয়ে সম্পন্ন
সিসিলিয়া ফার্নান্দেজ ও জর্জ পাভনের আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির জন্য বিয়ে পণ্ড হতে বসেছিল। তবে প্রেমিক জর্জ বিয়ে করার জন্য শর্ত জুড়ে দিয়েছিল, ‘তোমাকে বিয়ে করব একটাই শর্তে যদি প্রিয় ক্লাবের জার্সিতে মেসির অটোগ্রাফ দাও।’
আর এই শর্ত তিনি দিয়েছিলেন তার প্রেমিকা পুলিশ সিসিলিয়াকে। অনেক চেষ্টা করেও প্রেমিক জর্জের শর্ত পূরণ করতে পারছিলেন না। কারণ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলা এই রাজপুত্রের অটোগ্রাফ পাওয়াটাও সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আর অটোগ্রাফ না পাওয়া গেলে বিয়ে করবেন না জর্জ।
তবে আন্তর্জাতিক ফুটবলে মেসির ফিরে আসার সুবাদে বিয়েটা ভাঙ্গেনি মেসির।
আর্জেন্টিনার টিম হোটেলের সামনে প্ল্যাকার্ড হাতে ঠায় দাঁড়িয়েছিলেন সিসিলিয়া। প্ল্যাকার্ডে লেখা, ‘মেসি, দয়া করে শার্টে একটি অটোগ্রাফ দাও। তা হলে আমি বিয়ে করতে পারবো।’। এভাবে তিনি অনেক ক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
এরপর লম্বা অপেক্ষা শেষে দেখা মেলে মেসির। প্ল্যাকার্ড লেখা নরীটি নজরেও আসে তার। নিজেই তাকে ডেকে জর্জের প্রিয় আর্জেন্টাইন ক্লাব ‘নিউওয়েলস ওল্ড বয়েজ’-এর জার্সিতে অটোগ্রাফ দেন মেসি।
শুধু তাই নয়, মেসি অটোগ্রাফের সাথে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন এই জুটিকে। অটোগ্রাফ দিয়ে মেসি লিখেছেন, ‘বিয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল — লিও।’
বিয়ের জন্য এমন শ্রেষ্ঠ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন প্রেমিক-প্রেমিকা দুজনেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের দিন-ক্ষণ জানিয়ে এবং মেসিকে আমন্ত্রণ দিয়ে ভিডিও প্রকাশ করেছেন জর্জ-সিসিলিয়া জুটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন