‘মেসি থাকায়, বার্সাতে নেইমার’
সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার জার্সিতে দাপিয়ে খেলছেন নেইমার। তাদের সঙ্গে যুক্ত হয়ে বার্সাকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছেন লুইস সুয়ারেজ।
ইউরোপের অন্যতম সেরা ক্লাবটিতে নিজের ছেলেকে দেয়ার কারণ জানিয়েছেন নেইমারের বাবা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আছেন বলেই নাকি নেইমারকে ওই ক্লাবে পাঠিয়েছিলেন তিনি।
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সায় যোগ দেন নেইমার। ওই সময় ব্রাজিলিয়ান এ তারকাকে পেতে প্রতিযোগিতায় নেমেছিল ইউরোপের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে শেষপর্যন্ত বার্সেলোনাতেই আসেন নেইমার।
এ প্রসঙ্গে কোপেকে দেওয়া সাক্ষাতকারে নেইমারের বাবা বলেন, ‘আমরা প্রত্যেকেই জানি মেসি কে এবং সে কি করতে পারে। সে (মেসি) আমার সন্তানের আদর্শ এবং তার সঙ্গে খেলতে পেরে নেইমার খুবই আনন্দিত। সে বার্সাতে সবসময় আনন্দে থাকে এবং মেসির জন্যই নেইমার এ ক্লাবটিতে খেলছে।’
নেইমারের বাবা আরও বলেন, ‘যদি মেসি এবং রোনালদোর অস্থিত্ব না থাকে তবে নেইমারেরও থাকবে না। যেমনটা ম্যারাডোনা ও পেলের ক্ষেত্রেও ঘটেছে। তারা অনেক খেলোয়াড়ের অনু্প্রেরণা ছিলেন।’
গত সপ্তাহে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করেছে নেইমার। নতুন চুক্তি অনুযায়ী ক্যাম্প ন্যুার ক্লাবটিতে ২০২১ সাল পর্যন্ত থাকবেন ব্রাজিলিয়ান এ সেনসেশন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন