‘মেসি-নেইমারকে থামানো যাবে না’

আজেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই তো বাড়তি উত্তেজনা। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় মুখোমুখি হবে দুই দল। দলের পাশাপাশি লড়াইটা হবে লিওনেল মেসি ও নেইমারেরও। ব্রাজিল কোচ তিতে মনে করেন, মেসি-নেইমারকে থামানো যাবে না। মাঠে তাদের প্রভাব কমানো যাবে মাত্র।
মেসি-নেইমারকে নিয়ে স্বাগতিক দল ব্রাজিলের কোচ বলেন, ‘লিওনেল মেসিকে থামানো যাবে না, নেইমারকেও থামানো যাবে না। আপনি মাঠে তাদের কাজটা (প্রভাব) কমিয়ে দিতে পারেন। প্রশ্ন করতে পারেন যে আমি মেসিকে থামাতে কী পরিকল্পনা করছি? এখনই তা বলছি না।’
তিতে আরো যোগ করেন, ‘আমি মনে করি, দুই দলেই ফল নির্ধারণ করার মতো অনেক খেলোয়াড়ই (হিগুয়েন, ডি মারিয়া, কস্তা, কুটিনহো) আছে। তাদের নিয়েও ভিন্ন ভিন্ন পরিকল্পনা করতে হবে। আমি মনে করি না যে কোনো একক খেলোয়াড় জয় ছিনিয়ে নিতে পারে। হয়তো সে আলো ছড়াতে পারে, তবে দলের সমবেত প্রচেষ্টাই বড় কথা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন