মেসি ফিরবেন? ম্যারাডোনার কোচ হবার ইচ্ছা প্রকাশ
খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল। কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেও ট্রফি জিততে পারেনি আলবিসেলেস্তেরা। তার উপর ফাইনাল শেষ হওয়ার অব্যবহিত পরেই লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন দেশের জার্সিতে আর খেলতে দেখা যাবে না তাঁকে। যার পরে গোটা ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি হয়েছিল।
শুধু মেসি নন, আগুয়েরো, মাসচেরানোও অবসর নিয়েছেন। কোচ জেরার্দো মার্টিনোও ইস্তফা দিয়েছেন কোচের পদ থেকে। আর তার পরেই ম্যারাডোনা তাঁর খেলা শুরু করে দিয়েছেন। জানিয়েছেন তিনি কোচ হতে ইচ্ছুক। আর কোচিংয়ের জন্য একটা পয়সাও দরকার নেই মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের।
মার্টিনো সরে যাওয়ায় দিয়েগো সিমিওনের সঙ্গে কথা শুরু করেছিল আর্জেন্টিনাইন ফুটবল সংস্থা। কিন্তু সিমিওনে প্রচুর টাকা চান। আর এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন ম্যারাডোনা। মোক্ষম সময়ে জানিয়ে দিয়েছেন তিনি কোচ হতে রাজি। দীর্ঘদিন সাংবাদিকদের সঙ্গে যুদ্ধ করার স্বাদ পাননি ম্যারাডোনা। ফুটবলারদের সঙ্গে কাজ করার সুযোগ পাননি তিনি। এবার কি আবারও তাঁর স্বপ্নপূরণ হবে?
২০১০-এ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে কাজ করেছিলেন ম্যারাডোনা। সেবার জার্মানির কাছে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ম্যারাডোনার। এবার কি আবারও কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে ম্যারাডোনাকে? সময় এর উত্তর দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন