মেসি-রোনালদোকে টপকে সেরা হওয়ার পথে নেইমার: বেকহ্যাম

নেইমার বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে বিশ্বসেরা ফুটবলার হওয়ার পথে রয়েছেন বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিয়াল মাদ্রিদের ডেভিড বেকহ্যাম। তিনি বলেন, “মেসি-রোনালদো বিশ্বসেরা ফুটবলার। তাদের টপকে বিশ্বসেরা হওয়ার পথেই রয়েছে নেইমার। এজন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না তাকে। ”
সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর পারফরমেন্স দিয়ে ফুটবল বিশ্বের তারকা খেতাব পেয়ে গেছেন তিনি। তার পারফরমেন্স মুগ্ধ ইউরোপের অন্যান্য দলগুলো। নেইমারকে দলে ভেড়াতে সর্বদাই ওঁৎ পেতে থাকে তারা। এবার নেইমারের প্রশংসা করলেন ইংল্যান্ডের বেকহ্যামও, “নেইমার একজন অসাধারন পারফর্মার। এই প্রজন্মের সেরাদের মধ্যে অন্যতম সে। বার্সেলোনায় যোগদানের পর তার পারফরমেন্সের আরও উন্নতি হয়েছে। কারণ ২০১৩ সালে বার্সাতে আসার পর ফুটবল বিশ্বের তারকাদের সাথে খেলছে সে। তার আচরণে আমি সবসময়ই মুগ্ধ। ও অন্যদের সম্মান দিতে জানে এবং সবসময় নতুন কিছু শিখতে চায়। ”
ভবিষ্যতে পারফরমেন্স দিয়ে আরও বড় তারকা হবেন নেইমার বলে জানান বেকহ্যাম, “নেইমার যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে সবাইকে ছাড়িয়ে যাবে সে। মেসি-রোনালদোকে ছড়িয়ে সেরা ফুটবলার হওয়ার পথেই রয়েছে নেইমার। মেসি-রোনালদো যা পারেননি, নেইমার জাতীয় দলকে অনেক বড় বড় সাফল্য এনে দিবে। “
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন