মেসি-রোনালদোর চেয়েও সেরা নেইমার : রোমারিও
তবে কী মেসি-রোনালদোর যুগ শেষ হতে চললো? বার্সেলোনার আরেক তারকা নেইমার ডি সিলভার হাতেই পতন ঘটছে এই দুই বিশ্বসেরা ফুটবলারের রাজত্ব? ফিফা বর্ষসেরা হোক আর ব্যালন ডি’অর হোক টানা ৯ বছর সেরার মঞ্চ দখল করে ছিলেন এই দু’জন। এবার তাদের আসনে উঠে আসছে আরেক নাম, নেইমার ডি সিলভা জুনিয়র। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এবং বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার রোমারিও তেমনটাই মনে করেন। তিনি জানিয়ে দিয়েছেন, মেসি-রোনালদো নয়, বিশ্বসেরা ফুটবলার এখন নেইমার।
বিশ্বকাপ বাছাই পর্বে অসাধারন ফুটবল খেলেছেন নেইমার। ৬ গোল করার পাশাপাশি খেলিয়েছেন পুরো দলকে। ব্রাজিলকে বিশ্বকাপে নাম লিখিয়ে দিয়েছেন সবার আগে। লা লিগায়ও দারুণ ফর্মে রয়েছেন এই ফুটবলার। লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে এসে এখন নেইমার নিজেকেই জয়ের মূল নায়ক হিসেবে প্রমাণ করছেন। বার্সার হয়ে শততম গোলও করে ফেলেছেন তিনি।
ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিও মনে করেন ইতিমধ্যেই নেইমার মেসি এবং রোনালদোকে ছাড়িয়ে গেছেন। যারা গত ৯টি বছর ফুটবল বিশ্ব শাসন করে যাচ্ছেন। রোমারিও বলেন, ‘বর্তমান সময়ে এসে বলতে হয়, নেইমারই আমাদের সবচেয়ে বড় তারকা এবং এই সময় সেই হচ্ছে বিশ্বসেরা ফুটবলার। মেসি এবং রোনালদোর প্রতি সব সম্মান রেখেই বলছি, তাদের দু’জনের চেয়ে অবশ্যই এখন অনেক এগিয়ে নেইমার।’
নেইমার কেন সেরা সে ব্যাখ্যা দিতে গিয়ে রোমারিও বলেন, ‘বার্সা এবং সেলেসাওদের হয়ে সে অসাধারণ খেলে যাচ্ছে। দলকে সবার আগে পৌঁছে দিয়েছে বিশ্বকাপে। সুতরাং, সময় এখন চলে এসেছে, নেইমারের বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার।’
রোমারিও বিশ্বাস করেন, রাশিয়া থেকে নেইমারের নেতৃত্বে আবারও বিশ্বকাপ জিতবে ব্রাজিল। তিনি বলেন, ‘নেইমারের মত ফুটবলারের ওপর আমরা সব আস্থা এবং বিশ্বাস রাখতে পারি। রাশিয়া থেকে সে আমাদেরকে ভালো কিছুই উপহার দেবে আশা করি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন