মেসি-সুয়ারেজ-নেইমারদের সেঞ্চুরি

গত মৌসুমের মতো চলতি মৌসুমেও দারুণ ফর্মে রয়েছেন এমএসএন-ত্রয়ী নামে পরিচিতি বার্সেলোনার তিন তারকা খেলোয়াড় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। এই ম্যাচেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন এমএসএন জুটি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোলের সেঞ্চুরি করলেন তারা।
রবিবার প্রতিপক্ষের মাঠে বড় জয়ে মেসি জোড়া গোল করেন। সুয়ারেজ করেন একটি গোল। সুয়ারেজের গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এমএসএন জুটির গোলের সেঞ্চুরি পূর্ণ হয়। এই নিয়ে সর্বশেষ চার ম্যাচে আট গোল করলেন কিং লিও। অন্যদিকে টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর এ ম্যাচে গোলের মুখ দেখলেন সুয়ারেজ।
তবে এদিন হলুদ কার্ডের কারণে মাঠে নামতে পারেননি নেইমার। তার পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মুনির এল হাদ্দাদি দারুণ এক গোল করেছেন।
২০১৫-১৬ মৌসুমে এমএসএন জুটির সেঞ্চুরিতে সবচেয়ে বেশি অবদান সুয়ারেজের। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করে এই উরুগুইয়ান ফরোয়ার্ড মেসি ও নেইমারের চেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে মেসি ৩৫ ও নেইমার করেন ২৩ গোল। প্রসঙ্গত, গত মৌসুমে ১২২ গোল করেছিলেন এমএসএন-ত্রয়ী।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন