মেসি-সুয়ারেস জেতাল বার্সাকে
ধারাবাহিকভাবে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন মেসি। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে গোল করানো তো আছেই।
বার্সা সুপারস্টার মেসি আর এমএসএন এর অন্যতম সুয়ারেসের গোলে লাস পালমাসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেল বার্সা। ক্যাম্প ন্যু তে ৫-০ গোলে অতিথিদের বিধ্বস্ত করল লুইস এনরিকের শিষ্যরা। একটি করে গোল করেন মেসি, তুরান ও আলেইশ ভিদাল।
শনিবার রাতের ম্যাচে ১৪তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডান-দিকের বাইলাইনের কাছ থেকে বাড়ানো বল প্রথম শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান সুয়ারেস। এরপর প্রথমার্ধে আর সাফল্য মেলেনি। ৪৪তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন মেসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাঁ-দিক থেকে রাফিনিয়ার আড়াআড়ি শট গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
এরপর ২ মিনিটের ব্যবধানে আরও দুই গোল খেয়ে বসে অতিথিরা। ৫৭তম মিনিটে রাফিনিয়ার ছোট পাস পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেস। দলের চতুর্থ গোলে তার হ্যাটট্রিকও হতে পারতো; কিন্তু তার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ভারাস, ফিরতি বল জালে পাঠান তুরান। ৮০তম মিনিটে নিখুঁত প্লেসিং শটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অ্যালেইশ ভিদাল।
এই জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন