মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেসেঞ্জার লাইট নিয়ে এলো ফেসবুক

ফেসবুকের মেসেজিং ও অডিও-ভিডিও কলিং অ্যাপ মেসেঞ্জার। এবার মেসেঞ্জারের একটি নতুন সংস্করণ নিয়ে আসছে ফেসবুক। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ ধীরগতির, সেখানকার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে অ্যাপটি। গতকাল রোববার অ্যাপটি উন্মুক্ত করা হয়। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেনিয়া, তিউনিশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভেনেজুয়েলার ব্যবহারকারীরা প্রাথমিকভাবে অ্যাপটি ব্যবহার করার সুযোগ পাবেন। এরপর অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের জন্যও অ্যাপটি উন্মুক্ত করা হবে।

তবে আপাতত মেসেঞ্জারের সব সুবিধা পাওয়া যাবে না মেসেঞ্জার লাইট অ্যাপটিতে। শুধু টেক্সট করা, ছবি ও লিংক পাঠানো যাবে। অডিও-ভিডিও কলিং বা পেমেন্টের সুবিধা পাবেন না মেসেঞ্জার লাইট ব্যবহারকারীরা।

উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের উন্নত দেশগুলোতে বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপটি। এসব দেশে ইন্টারনেট সংযোগ যেমন দ্রুত, তেমনি প্রযুক্তিগত দিক থেকেও এসব অঞ্চলের ব্যবহারকারীরা এগিয়ে রয়েছেন। ফেসবুক এখন নজর দিতে যাচ্ছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো জনবহুল কিন্তু ধীরগতির ইন্টারনেট সংযোগের এলাকাগুলোতে। শুরুতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই মেসেঞ্জার লাইট অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

হেড অব মেসেঞ্জার ডেভিড মার্কোস রয়টার্সকে বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই মেসেঞ্জারকে সবার কাছে নিয়ে যেতে চাই।’ এ ছাড়া ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সব সময়ই বলে এসেছেন, পৃথিবীর প্রতিটি প্রান্তে ইন্টারনেট পৌঁছে দিতে চান তিনি। আর সে লক্ষ্যে কাজ করছেন তাঁরা।

২০১১ সালে আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য মেসেঞ্জার অ্যাপটি চালু করেছিল ফেসবুক। গত এপ্রিলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে বিশ্বুজড়ে ৯০ কোটি ব্যবহারকারী ফেসবুক মেসেঞ্জারে সক্রিয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!