‘মেহেদি’র রঙে স্বপ্ন আঁকছে বাংলাদেশ, ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬১

ডাকেট-কুক ১০০ রানের জুটি গড়ার পর বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। চার বিরতির পর বিপজ্জনক হয়ে ওঠা কুকসহ (৫৯) চারজনকে দ্রুত ফিরিয়ে দেন। আরেক উইকেট সাকিবের।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ২৭২ রানের টার্গেট দেয়।
এই প্রতিবেদন লেখার সময় ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬১।
বাংলাদেশ এদিন লাঞ্চের পর দলীয় ২৯৬ রানের মাথায় গুটিয়ে যায়। প্রথম ইনিংসে স্বাগতিকরা করেছিল ২২০। ইংল্যান্ড করেছিল ২৪৪।
মিরপুরে বাংলাদেশ ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট খেলা সরাসরি দেখুন (LIVE ভিডিও)
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে বেশি রান করেছেন ইমরুল। ১২০ বল খেলে ৭৮ রানে সাজঘরে ফেরেন তিনি। তামিম আউট হন ৪০এ। এরপর রিয়াদ গতকাল তিন রানের জন্য অর্ধশতক হাতছাড়া করে দিনের শেষ বলে কাটা পড়েন।
প্রথম ইনিংসে একাই ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে চুরমার করেন মেহেদী হাসান মিরাজ। তুলে নেন কুক (১৪), ব্যাল্যান্স (৯), মঈন আলী (১০), ব্যারিষ্টো (২৪) ও আনসারি (১৩), ওকসের (৪৬) উইকেট।
ইংলিশদের হয়ে তাদের ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে ক্রিস ওকসের ব্যাট থেকে। মিরাজের ছয় উইকেট ছাড়াও ৩টি উইকেট নিয়েছেন তাইজুল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন