মেহেদীর কীর্তিতে তোপের মুখে ইংলিশ স্পিনাররা!
অভিষেকেই যা করলেন মেহেদী হাসান মিরাজ তাতে তিনি কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারদের মন। সাবেক অধিনায়ক নাসের হুসেন, মাইক অ্যাথারটনরা প্রশংসায় ভাসিয়েছেন এই টিনএজারকে। কিন্তু মেহেদীর কীর্তির তুলনা করে তারা তোপের মুখে ফেলেছেন ইংল্যান্ডেরই স্পিনারদের!
রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ঐতিহাসিক ১০৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। এই প্রথম ইংলিশদের টেস্টে হারালো তারা। সেই জয়ে ম্যাচে অফ স্পিনার মেহেদীর ১২ উইকেট শিকারের মূল ভূমিকা। দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ইংলিশদের। কোনো উইকেট না হারিয়ে ১০০ রানে চা বিরতিতে যাওয়ার পর ফিরে ১৬৪ রানেই অল আউট তারা। সাকিব আল হাসান নিয়েছিলেন ৪ উইকেট। কিন্তু দুর্ধর্ষ হামলার শুরু ও শেষ মেহেদীর স্পিনে। ১-১ এ সিরিজ ড্র করে বাংলাদেশ।
“১৯ বছরের একজন নবাগতর কাছে যেভাবে গুড়িয়ে গেল ইংল্যান্ড তাতে দুই টেস্টের সিরিজের জন্য তাদের বেছে নেওয়া চার স্পিনারের দীনতাই ফুটে ওঠে।” ডেইলি মেইলে নিজের কলামে নাসের লিখেছেন, “চট্টগ্রামের (প্রথম টেস্ট) আগ মেহেদী হাসান কখনো টেস্টই খেলেনি। কিন্তু এই সিরিজে সে ১৯ উইকেট নিয়েছে। ইংল্যান্ডের স্পিনারদের চেয়ে ভিন্ন উচ্চতায় ছিল সে। যেখানে ইংল্যান্ডের ছিল ৩৯ বছর বয়সী গ্যারেথ ব্যাটি ও অভিষিক্ত জাফর আনসারি।” সিরিজের সময় বাংলাদেশেই ধারাভাষ্যের কাজে থাকা নাসের আরো লিখেছেন, “স্লো বোলারদের কাছ থেকে উইকেট শিকারের সম্ভাবনা না দেখতে পেয়ে ইংল্যান্ড অধিনায়ককে বারবার মাথা চুলকাতে হয়েছে। তরুণ হাসান ইংল্যান্ডকে তা করে দেখিয়েছে।”
আরেক সাবেক অধিনায়ক মাইক অ্যাথারটন মেহেদীর কীর্তিকেই বানিয়েছেন ইংল্যান্ডের স্পিনারদের ধুয়ে দেওয়ার হাতিয়ার। দ্য টাইমসে কলামে তিনি লিখেছেন, “ইংল্যান্ডের স্পিনারদের বাজে পারফরম্যান্স চোখে পড়ার মতো। গোটা ম্যাচে মোটে আট মেডেন ওভার করেছে তারা। মেহেদী বিশেষ করে ধ্বংসাত্মক ছিল বাঁ হাতিদের ওপর। যারা ওপরে দাপটেই ব্যাট করে। তার ১৯ উইকেটের ১৩টি এসেছে ওখান থেকে। যদিও ইংলিশদের দূর্বল জায়গার কথা মাথায় রেখেই ছক সাজিয়েছিল ওরা।” এরপর ভারত সফর ইংল্যান্ডের। সেখানে ৫ ম্যাচের সিরিজ। ওই সিরিজে ইংল্যান্ড কি করবে এই ভেবেই তাদের কিংবদন্তি ক্রিকেটাররা দুশ্চিন্তায় এখন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন