মেহেদীর সাথে বিপিএলে খেলতে মুখিয়ে স্যামি

ইংল্যান্ডকে স্পিনে গুড়িয়ে দিয়ে মেহেদী হাসান মিরাজ এখন বিশ্ব ক্রিকেটেরই তারকা। আর তরুণ এই উদয়ীমান খেলোয়াড়ের সাথে এক দলে খেলতে তর সইছে না ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামির।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে স্যামি নিয়মিত মুখ। ক্যারিবিয়ান অল-রাউন্ডার খেলবেন রাজশাহী কিংসের হয়ে। মেহেদী প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিপিএলে। তার দলও রাজশাহী কিংস। স্যামি সেখানে তার সতীর্থ থাকছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বছরের মেহেদীর পারফরম্যান্স মন দিয়ে দেখেছেন স্যামি। আর সব দেখেশুনে স্যামি টুইট করেছেন মেহেদীর কথা জানিয়ে, “এই শিহরণ জাগানো প্রতিভার সাথে মাঠে নামতে তর সইছে না আমার।” বাংলাদেশের পথে রওনা হওয়ার খবরও দিয়েছেন স্যামি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় মেহেদীর। দুই ম্যাচের সিরিজে ১৯ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ১২ উইকেট নিয়ে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশকে ঐতিহাসিক ১০৮ রানের জয় এনে দিয়েছেন। এখন সবার আগ্রহের কেন্দ্রে এই অফস্পিনার। যদিও অল রাউন্ডার তিনি। কিন্তু স্পিনার হিসেবেই খ্যাতি পেয়ে গেছেন। তার দল রাজশাহী কিংসে আছেন জাতীয় দলের তারকা সাব্বির রহমানও। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ৪ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে মেহেদীদের রাজশাহী কিংস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন