মেহেদী-আফিফের ঘূর্ণিতে চাপে ফেবারিট ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চতুর্থ আসরের শিরোপা নির্ধারনী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে চাপে পড়েছে এবারের আসরের হট ফেবারিট ঢাকা ডায়নামাইটস। আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী কিংস।
দুই ওপেনার মিলে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ৪২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে ঢাকা।
দলীয় ২৩ রানে প্রথম আঘাত হানেন তরুণ স্পিন সেনশেসন মেহেদী হাসান মিরাজ। মেহেদীর ঘূর্ণিতে উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাড়া জাগানো ওপেনার মেহেদী মারুফ। তিনি ১০ বলে ১ বাউন্ডারিতে মাত্র ৮ রান করেন। এরপ ১২ রানের ব্যবধানে আবারও ঢাকার উইকেট পতন ঘটে। এই বিপিএলেই চমক দেখানো টিনএজ অলরাউন্ডার আফিফ হোসেনের বলে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দেন নাসির হোসেন। দলের বিপদে নাসিরের অবদান ৭ বলে মাত্র ৫ রান!
এরপর মঞ্চে আবির্ভাব ঘটে অধিনায়ক ড্যারেন স্যামির। তরুণ মোসাদ্দেক হোসেনকে (৫) সরাসরি বোল্ড করে দেন তিনি। তখনও উইকেটের একপ্রান্ত আগলে আছেন ওপেনার ইভান লিউয়িস। সাঙ্গাকারার সাথে তিনি এখন জুটি বেঁধে ঢাকাকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৮৪ রান।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন এবং সনি সিক্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন