মেহেদী হাসানের বলের আঘাতে হাসপাতালে ভর্তি ভারতীয় এক ক্রিকেটার

ক্রিকেট বল যেন দিন দিন আরো আগ্রাসী হয়ে উঠছে। রামান লাম্বা, মার্ক হিউজ, ওয়াসিম রাজাদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে ক্রিকেট বলের আঘাতে। অকালে পঙ্গু হয়েছেন অনেকে।
এবার লাল বলের আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভারতীয় তরুণ ক্রিকেটার তন্ময় আগারওয়াল। ডাক্তারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে,
তন্ময় মাথায় বেশ জোরের সাথেই চোট পেয়েছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে এই উদীয়মান ক্রিকেটারকে।
২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি পাওয়া এই ক্রিকেটার আজ রঞ্জি ট্রফি ম্যাচে গোয়ার হয়ে ছত্তিশগড়ের বিপক্ষে শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলেন।
সতীর্থ বামহাতি স্পিনার মেহেদী হাসানের বলে চত্তিশগড়ের উইকেটরকক্ষক ব্যাটসম্যান মনোজ সিং জোরের সাথে পুল করেন। এই সময় বল গিয়ে লাগে তন্ময়ের হেলমেটে। সাথে সাথে লুটিয়ে পড়েন তন্ময়। এরপরই তরুণ এই ব্যাটসম্যানকে হাসপাতালে নেওয়া হয়েছে।
১৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৬৯ রান করেছেন তিনি। এর মধ্যে চারটি শতক ও সমান সংখ্যক হাফ সেঞ্চুরিও রয়েছে। লিস্ট এ ক্রিকেটে ৫২.২৮ গড়ে ৩৬৬ রান করেছেন তন্ময়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন