মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক ছাত্রের
প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দিনাজপুরের বিরলে দুর্ঘটনায় সঞ্জয় চন্দ্র দেব শর্মা ওরফে সজীব (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে প্রশান্ত চন্দ্র দেবশর্মা (১৪) ও গৌরাঙ্গ চন্দ্র দেবশর্মা (১৩) নামের দুই ছাত্র।
আজ শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
সঞ্চয় দেব শর্মা বিরল উপজেলার সুকদেবপুর গ্রামের সুবল চন্দ্র দেব শর্মার ছেলে। হতাহত তিনজনই উপজেলার এস আর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বিরল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুর রহমান প্রথম আলোকে জানান, হাসপাতালে আসা এক প্রত্যক্ষদর্শী তাঁকে জানিয়েছে ওই তিন ছাত্র দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। জগতপুর খাল লোলিয়া এলাকায় বিরল-কালিয়াগঞ্জ পাকা রাস্তার সেতুর কাছে পৌঁছালে গৌরাঙ্গ নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায় ও তিনজন গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে।
ফজলুর রহমান আরও জানান, কিন্তু হাসপাতালে পৌঁছানো আগেই সঞ্জয় মারা যায়। প্রশান্তের মাথা থেঁতলে গেছে। প্রশান্ত ও গৌরাঙ্গের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, ওই তিন ছাত্র বাড়ি থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে জগৎপুর গ্রামে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান বিষয়) মোকতার আলীর কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল। এ দুর্ঘটনার পর বিদ্যালয় পরিচালনা কমিটি আজকের জন্য স্কুল বন্ধ ঘোষণা করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলের নৈশ প্রহরী
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চাঁই বিক্রি করে স্বাবলম্বী অনেক পরিবার, রয়েছে স্বল্প সুদে ঋণ সুবিধার অভাব
এম. ডি. ইউসুফ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে বাঁশ দিয়ে তৈরীবিস্তারিত পড়ুন
বখাটে ছেলে রুবেলকে পরকিয়া প্রেমিক ও বন্ধু সহ গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা
স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবী গ্রামের আবুল কালামেরবিস্তারিত পড়ুন