মৌসুমী হামিদের দুটি স্ট্যাটাস নিয়ে আবারও তোলপাড়

আজ শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার তারকা মৌসুমী হামিদ। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি স্ট্যাটাসই তার অভিনীত চলচ্চিত্র ‘জালালের গল্প’ ছবি নিয়ে। ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জালালের গল্প’ ছবির জন্য শ্রেষ্ঠ মেকআপম্যানের পুরস্কার পেয়েছেন শফিক। তাতে অবাক হয়েছেন মৌসুমী হামিদ।
প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শুনলাম জালালের গল্প নাকি মেকআপে জাতীয় পুরস্কার পাইছে! হাসব নাকি কাঁদব বুঝতেছি না! জালালের গল্পে তৌকীর ভাইয়ের গোঁফ ছাড়া কারও কোনো মেকআপের ব্যাবহারই ছিল না! হাস্যকর ব্যপারটা। ’
এই নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, এর এক ঘণ্টা পর তিনি আরেকটি স্ট্যাটাস দেন। তাতে লিখেছেন, ‘৬ বছরের ক্যারিয়ারে এত অবাক কখনো হই নাই। আজ জাতীয় চলচিত্র পুরস্কারে জালালের গল্পর মেকআপের পুরস্কার দেখে যা হইছি। জালালের গল্পে তৌকীর ভাইয়ের গোঁফ ছাড়া মেকআপের কিছু ছিল না! কেউ কোনো মেকআপই ব্যাবহার করে নাই। জুরি কী দেখে এটা দিল?’
মৌসুমী হামিদের এই অভিযোগের পর ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এখনই কিছু বলতে রাজি হননি। আর প্রতিবেদনে তাদের নাম ব্যবহার না করার জন্যও অনুরোধ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন