শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়র আনিসুলের জাদুর বাক্স

টেলিভিশন—মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে সেরা আবিষ্কারগুলোর একটি। ১৯২৬ সালে যাত্রা শুরুর পর থেকেই টেলিভিশন সবার দৈনন্দিন বিনোদনের অন্যতম উৎস। সময়ের পরিবর্তনে পরিবর্তন এসেছে টেলিভিশনেও। একে একে এসেছে ডিজিটাল টিভি, এইচডি টিভি। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সংযোজন হয় স্মার্ট টিভি এবং থ্রিডি টিভির। বিনোদনপ্রেমীরাও সাদরে বরণ করে নিয়েছে নতুন নতুন প্রযুক্তি। সময়ের সঙ্গে সঙ্গে বদলায়নি শুধু টেলিভিশন দেখার গতানুগতিক অভিজ্ঞতা। কারণ টিভি যতই উন্নত হোক, সার্ভিস যদি ডিজিটাল না হয়, তাহলে কখনোই বদলাবে না টিভি দেখার ঝিরঝিরে অভিজ্ঞতা। তাই এবার ২৩০টিরও বেশি চ্যানেলের ঝড় তুলতে এলো জাদুর বাক্স।

শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-নবরাত্রি হল ৪-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের ভেতর দিয়ে হয়ে গেল জাদু ডিজিটালের লঞ্চিং প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্যসচিব মর্তুজা আহমেদ প্রমুখ। ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যান আনিসুল হকসহ প্রতিষ্ঠানটির এক পরিচালকও উপস্থিত হয়ে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে তথ্যপ্রযুক্তির বিপ্লব চলছে। আমাদের বহু জায়গায় ডিজিটাল কার্যক্রম চালু হয়েছে। এখন সমস্ত সম্প্রচারও ডিজিটাল হতে হবে।’

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে বাধ্যতামূলকভাবে এক বছরের জন্য ডিজিটাল বাক্স চালু করা হবে। এতে প্রতি মাসে ৯ কোটি টাকা ও বছরের ১০৮ কোটি টাকা রাজস্ব পাবে সরকার। আগামী এক মাসের মধ্যে অবৈধভাবে চলা ডিটিএইচ বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘এ পদ্ধতির ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকে সরকার অনেক রাজস্ব আয় করতে পারবে। ২০২১ সালে এ সেক্টর থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় করার টার্গেট রয়েছে। আমরা ১২টি আইটি পার্ক স্থাপন করার কাজ করছি। আগামী বাজেটে আইটি যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হবে।’

ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যান আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ সরকার সব সেক্টরে ডিজিটালের ছোঁয়া দিলেও কেবল ব্যবস্থা রয়েছে সেই আশি দশকের। দেশে ৮০-৯০ ভাগ মানুষের টেলিভিশন থাকলেও এ সেক্টরকে শিল্প ঘোষণা করা হয়নি। ফলে এ ক্ষেত্রে বিনিয়োগকারীরা সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। আমরা অবিলম্বে ডিটিএইচ বন্ধের দাবি জানাচ্ছি।’

আয়োজকরা জানান, টিভি দেখার এক্সপেরিয়েন্স বদলে দিতেই এসডি ও এইচডি সেট টপ বক্সসহ ডিজিটাল কেবল সার্ভিস নিয়ে এলো এক জাদুর বাক্স, জাদু ডিজিটাল। হাই ডেফিনিশন প্রিমিয়াম টিভি সার্ভিস এবং ইন্টারনেটভিত্তিক সেবা নিয়ে সারা দেশে ডিজিটাল কেবল সার্ভিসের বিপ্লব ঘটাতে এলো এই জাদুর বাক্স। গ্রাহকদের জন্য যুগান্তকারী বিনোদন এবং কমিউনিকেশন এক্সপেরিয়েন্স নিশ্চিত করাই জাদু ডিজিটালের লক্ষ্য।

জাদু ডিজিটাল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এসডি ও এইচডি সেট টপ বক্স, যা এই মুহূর্তে ২৩০টিরও বেশি ডিজিটাল চ্যানেল সরবরাহ করছে। চ্যানেলের সংখ্যা আরো বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে। জাদু ডিজিটাল গ্রাহকদের জন্য জাদু সেভার, জাদু ভ্যালু, জাদু সুপার এইচডি ও জাদু প্রিমিয়াম এইচডি নামের চারটি ফ্যান্টাস্টিক প্যাকেজ ডিজাইন করেছে। গ্রাহক তার পছন্দমতো প্যাকেজ সাবস্ক্রাইব করে এক্সপেরিয়েন্স করতে পারবেন জাদু। বর্তমান কেবল অপারেটরদের সহযোগিতায় গ্রাহকরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন। ছবি ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে চলবে বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন। শুধু অসংখ্য চ্যানেলের অভিজ্ঞতাই নয়, জাদুর গ্রাহকরা আরো পাবেন ভিডিও রেকর্ডিং, ভিডিও অন ডিমান্ড, ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড, হাই-স্পিড ইন্টারনেট ও আইপি টেলিফোনির মতো বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সার্ভিস এবং ২৪ ঘণ্টা ওয়ার্ল্ড ক্লাস কল সেন্টার সাপোর্ট, যেগুলো বিনোদনকে নিয়ে যাবে এক অন্য উচ্চতায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল