মেয়েকে অপহরণ, বাধা দেয়ায় মাকে হত্যা
মৌলভীবাজার: জেলার কুলাউড়ায় ঘরের দরজা ভেঙ্গে রুমেনা বেগম (১৭) নামে এক কিশোরীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে কিশোরীর মা ছায়রা (৪৫) বেগমকে হত্যা করে তারা।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়াবস্তি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত রাতে মুরাইছড়া গ্রামের মাসুক মিয়ার ঘরে ঢুকে তার মেয়ে রুমেনাকে অপহরণের চেষ্টা চালায় মুখোশধারী একদল দুর্বৃত্ত। মেয়েকে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় মা ছায়রা বেগম। এ সময় দুর্বৃত্তরা মাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয় এবং মেয়েকে অপহরণ করে পালিয়ে যায়। বাড়ির অন্যান্য লোকজন মাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত সাড়ে ৩টায় কর্তব্যরত ডাক্তার ছায়রা বেগমকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অপহৃত কিশোরীকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন