মেয়েকে লেখা মায়ের একটি চিঠিঃ শাহরুখের স্নেহচুম্বন ক্রন্দনরত দীপিকাকে (ভিডিও)

পাশে বসে সে চিঠির প্রতিটি কথাই গভীর মনযোগ দিয়ে শুনছেন দীপিকা পাড়ুকোন। মেয়েকে লেখা মায়ের একটি চিঠি। পাঠক বলিউড বাদশাহ শাহরুখ খান। চিঠির কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারেননি নায়িকা। ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে চলেছেন। আর এটা কোনো সিনেমার গল্প নয়, একেবারেই বাস্তব।
ভাবছেন কী এমন ছিল চিঠিতে? যার কারণে শাহরুখের পড়া চিঠির কথাগুলো শুনে কাঁদতে হলো দীপিকাকে। চিঠির ভাষাতে কি ছিল, সেটা অবশ্য জানা যায়নি। তবে যে মেয়েকে উদ্দেশ্য করে মা চিঠিটা লিখেছেন সেই মেয়ে আর কেউই নন, এই দীপিকাই। চিঠিটা নায়িকাকে উদ্দেশ্য করে তার মায়েরই লেখা।
সম্প্রতি ‘লাক্স গোল্ডেন রোজ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাক্স-ডিভাদের নিয়ে বহু পুরনো কথার স্মৃতিচারণ করেন শাহরুখ খান। সেখানে ‘বাতে উইথ দ্য বাদশাহ’ নামক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে প্রথমেই কথা বলেন দীপিকা পাডুকোন। এই শো-তেই দীপিকার উদ্দেশে তার মায়ের লেখা একটি চিঠি পড়ে শোনান শাহরুখ। সেই চিঠির লেখা শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে পড়েন দীপিকা। তার পরে আর চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
এই শো-এর ভিডিওই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভিডিওতে দেখা গেছে, শাহরুখ চিঠিটি পড়ছেন, আর তাই শুনে অঝোরে কাঁদছেন দীপিকা। অবশেষে চিঠিটি পড়া শেষ হলে শাহরুখ খান নিজেই দীপিকার চোখ মুছে দেন এবং কপালে স্নেহচুম্বন করেন।
২০০৭ সালে জীবনের প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ এ এই শাহরুখ খানের হাত ধরেই বলিউডে পথচলা শুরু হয়েছিল দীপিকার। তার পর কেটে গেছে ১০ বছর। দ্রুতই ইন্ডাস্ট্রিতে নিজের স্থায়ী আসন পাকাপোক্ত করে ফেলেছেন। সাফল্যের শিখরে পৌঁছে আজও দীপিকার চোখে সেই সারল্য। আর সেই সারল্যে ভরা চোখের পানিই মুছিয়ে দিলেন তার প্রথম ছবির নায়ক।
https://youtu.be/KbYSkRGVrfU
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন