মেয়েদের নিজের ওপর বিশ্বাস রাখা প্রয়োজন: আলিয়া
সোস্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মানেই হাস্যরস। তাঁকে নিয়ে একাধিক মিম-চুটকি চালু রয়েছে টুইটার এবং ফেসবুকে। কিন্তু তাঁর অন্য একটি দিকও রয়েছে। কয়েকদিন আগে আলিয়া একটি ভিডিও শ্যুট করেছেন। নাম ‘আই হার্ট মি ফর কালচার মেশিন’। ভিডিওটিতে তিনি মেয়েদের নিজের ওপর বিশ্বাস রাখার জন্য আবেদন করেছেন। সেটিতে আলিয়ার সঙ্গে আরও দু’জন বন্ধুকে দেখা যাচ্ছে। তাঁদেরকে আলিয়া বোঝানোর চেষ্টা করছেন অন্যান্য মেয়েদের মতো তাঁকেও সোস্যাল মিডিয়ায় নেতিবাচক কথা শুনতে হয়।
আলিয়া বলেছেন,‘মেয়েদের নিজের ওপর বিশ্বাস রাখা প্রয়োজন। অন্যেরা কে কী ভাবল সেই নিয়ে চিন্তা করা উচিত নয়। আপনি যাই করুন না কেন লোকে আপনার নামে নেতিবাচক কথা বলবে।’ এর আগেও আলিয়া এরকমই আরেকটি ভিডিও শ্যুট করেছিলেন। এদিকে, গত শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাট এবং শাহরুখ খান অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’। দু’জনেই একে অপরের অভিনয়ে মুগ্ধ। এর আগে মেহবুব স্টুডিওতে ছবির প্রোমোশনের জন্য এসেছিলেন তাঁরা। সে সময় ‘পদ্মাবতী’-র শ্যুটিং চলছিল সেখানে। উপস্থিত ছিলেন সঞ্জয় লীলা বনশালী এবং দীপিকা পাডুকোনের। আলিয়া-শাহরুখ দেখা করেন তাঁদের সঙ্গে। সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন