শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়েদের স্বাধীনতা কী বিয়ের পরে?

ঐতিহ্যগতভাবে বিয়েকে শৃঙ্খলে আবদ্ধ হওয়া বুঝায়। এর সাথে যুক্ত রয়েছে নানাবিধ জটিলতা। একটা সময় ছিল যখন বিয়ের ক্ষেত্রে পিতামাতার পছন্দকেই প্রাধান্য দিতে হত ছেলেমেয়েদের। কিন্তু সময় গড়িয়েছে, এখন বহু পিতামাতা সন্তানের ‘লাভ ম্যারিজ’ সমর্থন করেন। আর এই বিয়ের মাধ্যমে এক যুগল একটি নতুন সম্পর্কে পৌছান। কেউ কেউ দাবি করছেন বিয়ের মাধ্যমে যুবতী মেয়েরা এক ধরনের স্বাধীনতা ভোগ করেন। যে স্বাধীনতা পিতার সংসারে মেয়েরা সাধারণত পান না।

তেমনি একজন প্রীথা রাম, যিনি ২৪বছর বয়সে তার ছেলেবন্ধুর সঙ্গে বিয়েতে আবদ্ধ হন। তিনি বলেন, আমি আমার পৈত্রিক বাড়ি থেকে বের হওয়ার জন্য মুখিয়ে ছিলাম। বিয়ের তিন বছর পার করেছেন প্রীথা। তিনি দাবি করছেন- যথেষ্ট সুখী এবং স্বাধীনবোধ করছেন।

তিনি বলেন, আমার জন্ম একটি রক্ষণশীল পরিবারে। যার কারণে আমার বন্ধু সংখ্যা ছিল খুবই কম। বন্ধুদের সঙ্গে আমি মেলামেশা করি কিংবা বন্ধুরা আমাদের বাসায় আসুক তা আমার পিতামাতা পছন্দ করতেন না। যার ফলে আমার সামাজিক জীবন বলে কিছুই ছিল না।

তাই যখন আমার বিয়ে হয়, তখন ব্যাপক স্বাধীনতা অনুভব করি আমি। অনেক লোকজন জিজ্ঞেস করেছে, কেন আমি অল্প বয়সে বিয়ে করেছি। তাদের জন্য আমার উত্তর, বিয়ের জন্য আমি অপেক্ষায় ছিলাম। প্রীথা জানান, তিনি এখন তার স্বামীর সঙ্গে লং বাইক ড্রাইভে যান, বিভিন্ন পার্টিতে অংশ নেন এবং দেরী করে বাসায় ফিরেন। যা তার পিতামাতার সংসারে ছিল একেবারেই নিষিদ্ধ।

অন্যদিকে দিব্য রাওয়ের গল্পটা একটু অন্যরকম। প্রীথার পরিবারের মতো এতটা রক্ষণশীল না হলেও তার পরিবারে সিদ্ধান্ত নেয়ার কোন সুযোগ ছিল না। দিব্য বলেন, আমার বয়স যখন পঁচিশ তখন ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ এ আবদ্ধ হই আমি। আমার স্বামী যুক্তরাষ্ট্রে চাকরীর সুবাধে সেখানে চলে যাই আমি। এরপরই আমার জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন আমি নিজেদের মতো করেই বেড়ে উঠছি।

এদিকে আরাধনা মাধব বলছেন, একটা নির্দিষ্ট সময়ে পিতামাতার সঙ্গে সন্তানদের দ্বন্দ্ব হয়। কেননা দীর্ঘদিন একই পরিবারে বড় হয়ে উঠার সুবাধে পিতামাতা একটি গন্ডি তৈরী করে দেয়ার চেষ্টায় থাকেন।

আরাধনা বলেন, আমি আমার বন্ধুদের সঙ্গে বের হওয়ার জন্য মাকে বলতাম, কিন্তু তিনি বলতেন তোমার বিয়ে হোক তারপর যেও। আর তাই একটু স্বাধীনতার স্বাধ পাওয়ার জন্য বিয়ের জন্য আমি অপেক্ষায় ছিলাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়