মেয়ের পর বলিউডে পা রাখছে সুনীলপুত্র আহান

গত বছর সুপারস্টার অভিনেতা সালমান খানের হাত ধরে বলিউডে নাম লেখালেন জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির একমাত্র কন্যা আথিয়া শেঠি। আর এবার নির্মাতা ও প্রযোজক সাজিদ নাদিদওয়ালার হাত ধরে সিনেমায় আসতে চলেছে সুনীলপুত্র আহান।
নির্মাতা ও প্রযোজক সাজিদের হাত ধরে অভিনয়ে নাম লেখান ‘বাঘি’ খ্যাত তারকা অভিনেতা ও জ্যাকি শ্রফপুত্র টাইগার শ্রফ। আর এবার তার হাত ধরেই বলিউডে পা রাখতে যাচ্ছেন আরেক তারকা অভিনেতা সুনীল শেঠির পুত্র আহান। সদ্য এমন খবরই জানিয়েছে স্পটবয়.কম।
জানা গেছে, সাজিদ শিগগরিই নতুন একটি সিনেমায় হাত দিবেন। চমৎকার একটি স্ক্রিপ্টও নাকি তিনি তৈরি করে ফেলেছেন। আর পুরো চিত্রনাট্য নাকি সুনীল পুত্র আহানকে মাথায় রেখেই করা। সবকিছু ঠিকঠাক থাকলে আহানের বলিউড অভিষেক নিয়ে দারুন আশাবাদী সাজিদ। তবে পুত্রের অভিনয় নিয়ে এখনও তেমন কিছুই জানানি সুনীল শেঠি।
এর আগে গত বছরে বলিউডের মত বিশাল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির। সালমান খানের হাত ধরে ‘হিরো’-তে প্রথমবারের মত অভিনয় করেন আথিয়া। সালমান খানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন নিখিল আদভানি। সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিটি অবলম্বনে নির্মিত হয়েছে নতুন এই ‘হিরো’।
এখন দেখার বিষয়, বলিউডে সুনীল শেঠির মেয়ের অভিষেকের পর ছেলেও কি অভিনয়ে ক্যারিয়ার গড়েন কিনা!
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন