মেয়ের প্রথম জন্মদিনে রানির আবেগঘন চিঠি

আদিত্য চোপড়া ও রানি মুখার্জির প্রথম মেয়েসন্তান আদিরা চোপড়ার প্রথম জন্মদিন আজ। গত বছর এই দিনেই জন্ম হয় যশরাজ পরিবারের এই নবীন সদস্যটির। মেয়ের জন্য জন্মদিনের উপহার হিসেবে রানি লিখেছেন একটি আবেগে ভরা চিঠি। যশরাজ ফিল্মসের টুইটার অ্যাকাউন্ট থেকে রানি ও আদিরার ছবির সঙ্গে এই চিঠিটির একটি ছবিও পোস্ট করা হয়েছে রাতের প্রথম ভাগে।
৩৮ বছর বয়স্ক এই অভিনেত্রী চিঠির শুরুতেই ভালোবাসা জানিয়েছেন মেয়ের জন্য। তবে সেই সঙ্গে মাতৃত্ব এবং সন্তানের দায়িত্বের বিষয়টি যে খুব একটা সহজ নয়, তা ক্ষণে ক্ষণেই ফুটে উঠেছে তাঁর চিঠিতে। অকপটেই লিখেছেন তিনি, ‘একটা সন্তান নেওয়া, সন্তানকে ধারণ করা খুব একটা সহজ নয়, অনেকটা ভীতিকরও; কারণ হঠাৎ করেই নিজের জন্য বাঁচাটা ছাপিয়ে সন্তানের জন্য বাঁচতে হয়।’
আদিরার জন্য নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছেন রানি, কিছু অদলবদল চলে এসেছে সহজাতভাবেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন অনেক শান্ত, অনেক ধৈর্যশীল আর ক্ষমাশীল। আর এমন পরিবর্তন বলতে গেলে আমার মধ্যে একেবারে একদিনের ব্যবধানেই চলে এসেছে।’
নিজের সন্তানকে কোনো রকম ভয় বা শঙ্কার মধ্যে দিয়ে বড় করতে চান না রানি। ‘আমি চাই আমি যেন তাকে জ্ঞান, বৃদ্ধি, নিয়মতান্ত্রিকতা এবং সুসভ্য আচরণের সঙ্গে সঙ্গে বড় করতে পারি। আমি চাই সবাই যেন আদিরাকে নিয়ে গর্ববোধ করে।’
এই ছবিতে রানি ও আদিরা থাকলেও বরাবরের মতো অনুপস্থিত বাবা আদিত্য। ক্যামেরার সামনে পারতপক্ষে আসেন না তিনি। এই প্রথমবারের মতো আদিরার কোনো ছবি প্রকাশিত হলো গণমাধ্যমে।
২০১৪ সালে বিয়ে করেছিলেন রানি মুখার্জি এবং আদিত্য চোপড়া। রানির প্রথম হলেও আদিত্য চোপড়ার এটি দ্বিতীয় বিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন