শনিবার, মে ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়ের বিয়ের কার্ড বিতরণের নামে চোরাচালান!

মেয়ের বিয়ের কার্ড বিতরণের নামে চোরাচালানের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাসপোর্ট দিয়ে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার পর বিজিবি সদস্যরা তাঁর মালামাল জব্দ করেন। এরপর বিজিবি ব্যাটালিয়ন থেকে বিকেলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক বঙ্কিম চন্দ্র ঘোষের (৫০) বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি সদরের উত্তরপাড়া থানাধীন ১৭২ বিবিডি রোডে। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চোরাচালানের মামলা হয়েছে।

বিকেল ৪টার দিকে বিজিবি ব্যাটালিয়নে বঙ্কিম চন্দ্রের উপস্থিতিতেই জব্দ করা মালামাল সাংবাদিকদের দেখানো হয়।

এর আগে মালামাল জব্দ করার পর বঙ্কিম চন্দ্র সাতক্ষীরার সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের বিয়ে। বর-কনে সবাই ভারতীয়। বাংলাদেশের আত্মীয়স্বজনদের হিন্দু রীতি অনুযায়ী নিমন্ত্রণ জানাতে আমি এসেছি। তাদের জন্যই সঙ্গে কিছু নতুন কাপড় এনেছি মাত্র।’ এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ বিজিবির সদস্যরা আমার সব মালামাল কেড়ে নিয়েছেন। এমনকি নিমন্ত্রণ পত্রগুলোও।’

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার পর বঙ্কিম চন্দ্রের কাছে পাওয়া বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে নানা জায়গায় নালিশ জানাতে থাকেন। সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছেও একই নালিশ জানান। এই নালিশের সূত্র ধরেই বিকেলে তাঁকে বিজিবি ব্যাটালিয়নে ডেকে পাঠানো হয়।

বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরমান হোসেন জানান, বঙ্কিম একাধিক পাসপোর্ট ব্যবহার করে থাকেন। সুবিধা মতো এগুলো ব্যবহার করেন। একটি পাসপোর্ট ব্যবহার করে বেনাপোল হয়ে মাত্র ১৫ দিন আগে বাংলাদেশে আসেন তিনি। কয়েকদিন পর ফিরেও যান। অন্য একটি পাসপোর্ট ব্যবহার করে তিনি আজ বাংলাদেশে আসেন।’

আত্মীয়দের তাঁর মেয়ের বিয়ের নিমন্ত্রণ জানাতে এসেছেন বলে যে কথা বলেছেন তা সত্য নয় উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, তার কাছে ২৫টি বিয়ের নিমন্ত্রণপত্রের পাশাপাশি ৪০০টি হাতের শাঁখা, ২৪টি শাল, ২৪টি ধুতি, ১৪টি শাড়ি, ৩০টি সোয়েটার, ১৫টি শেরওয়ানি, ৬০ পিস অন্তর্বাস, ৮০০ চুড়িসহ নানা ধরনের কসমেটিকস এবং চার বোতল মদ পাওয়া গেছে। এ সবের সঙ্গে সাতটি সরস্বতীর মূর্তিও পাওয়া গেছে। এসবের মূল্য ছয় লাখ টাকারও বেশি।

পাসপোর্টে মালামাল আনার একটি সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে বিজিবি কর্মকর্তা আরমান হোসেন বলেন, ‘এসব মালামাল আত্মীয়স্বজনের জন্য নয়, এগুলো চোরাচালানের পণ্য। বঙ্কিম এভাবে ভারত ও বাংলাদেশের পণ্য চোরাচালানের কাজ করে থাকেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?

ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন

  • বিকিনি ছবি পোস্ট করে আলোচনায় আসার চেষ্টা!
  • অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে ভারত
  • ফাঁকা ঘরে একা পেয়েছিলেন নিজের বউদিকে, অতঃপর যা ঘটল তা কল্পনার বাহিরে ….
  • মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে পিটিয়ে হত্যা
  • দীর্ঘ অপেক্ষার অবসান, যে ৫ কারণে ‘চ্যাম্প’ দেখবেন
  • নিজের ছেলের সঙ্গে ছবি তুলে মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী
  • বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এমন কাজ করলেন নববধূ যে, লজ্জায় পড়লেন পরিবারের সকলে
  • দুই সন্তানের জীবন বাঁচাতে পুলিশের দ্বারস্থ মা
  • বন্ধক রাখা ছেলেকে ছাড়ানোর টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা
  • স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ করল শিক্ষক
  • আবুল খায়ের গ্রুপে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ
  • ঘুম থেকে ডেকে না দেওয়ার ‘অপরাধে’ রেলকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ