মেয়ের যৌতুকের জন্য মায়ের আত্মহত্যার চেষ্টা
মেয়ের যৌতুকের টাকা দিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। সোমবার সকালে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি কানার মোড়ে এলাকায় ঘটে এই ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় আঞ্জুরা ওরফে মহিলা (৪৫) নামের ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই নারীর বড় মেয়ে রাহেলা খাতুন জানান, অনেক দিন আগেই তার বাবা মারা যান। কয়েক বছর আগে তার মা ছোট বোন অন্তরার বিয়ে দেন নগরীর চক নাজুরপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে হাসান আলীর সঙ্গে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিয়ে আসতেন শফিকুল ইসলাম ও তার ছেলে হাসান আলী।
রাহেলা আরও জানান, গত কিছু দিন থেকেই শফিকুল ইসলাম ১০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন। সোমবার সকালে তার মা আঞ্জুরা মেয়ের বাড়িতে গেলে যৌতুকের টাকার জন্য তাকে অপমান করেন শফিকুল ইসলাম।
সেখান থেকে বাড়ি ফিরে ক্ষোভে-লজ্জায় তার মা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ভর্তি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন