মেয়ের হবু প্রেমিকের জন্য নিয়মাবলী জারি করলেন শাহরুখ

মেয়ে সুহানাকে বরাবরই আগলে রাখেন শাহরুখ খান। সম্প্রতি মেয়েকে প্রেম করতে অনুমতি দিয়েছেন। তবে ‘বাদশা’ খানের মেয়ে বলে কথা! যে সে নাগাল পায় নাকি! যার তার হাতে তুলে দিলেই হল! তাই আগে থেকেই মেয়ের হবু প্রেমিকের জন্য বেশ কিছু নিয়মাবলী জারি করেছেন তিনি। যেমন—
১) শ্বশুর তারকা বলে পায়ের ওপর পা তুলে বসে থাকবে! চলবে না। ভাল চাকরি জোটাতেই হবে।
২) মেয়ে পছন্দ করেছে বলেই জামাইকে মাথায় তুলে নাচতে হবে এমন কথা নেই। শ্বশুরমশাই যে তাঁকে মোটেই পছন্দ করেন না, গোড়া থেকেই একথা মাথায় ঢুকিয়ে নিতে হবে।
৩) আড়ালে আবডালে মেয়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেই বিপত্তি। মেয়ের বাবা সর্বত্র।
৪) সঙ্গে ভাল আইনজীবী রাখতে হবে। একটু এদিক ওদিক হলেই সোজা শ্রীঘরে।
৫) মেয়েকে রাজকুমারীর মতো আদর–যত্নে বড় করেছেন। বশে আনতে চাইলেই বিপত্তি।
৬) মেয়ের জন্য জেলে যেতে আপত্তি নেই বাবার। এখন থেকেই সাবধানী হয়ে যান।
৭) মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে, শত গুণ জ্বালা পোহাতে হবে।
এর আগেও মেয়েকে নিয়ে শআহরুখের আবেগ ধরা পড়েছে। মেয়েকে চুমু খেলে জিভ টেনে ছিঁড়ে নেবেন বলে কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন তিনি।
সূত্র- আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন