মেয়ের হাতেই নির্মমভাবে মা খুন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যম বর্ণি এলাকায় মেয়ের চিকিৎসা করতে গিয়ে সেই মেয়ের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন কবিরাজ মা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ রাতে মেয়ে শামছুন্নাহার (৩৫)কে আটক করে।
মৃত কবিরাজের নাম ফিরোজা বেগম(৫০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বেলুয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে কথিত জ্বিন-ভূতের চিকিৎসা করে আসছিলো। তার মেয়েকে জ্বিন-ভূতে ধরেছে এই ভেবে তার চিকিৎসা করতে শুক্রবার উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যম বর্ণি গ্রামে মেয়ের বাড়িতে যায়।
চিকিৎসার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মেয়ে শামছুন্নাহার। বেশ কিছু সময় মা-মেয়ে চুলাচুলি করতে থাকে। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজন ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। এসময় মেয়ে শামছুন্নাহার আরো ক্ষিপ্ত হয়ে মা ফিরোজা বেগমের মুখ, নাক, কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে । একপর্যায়ে শামছুন্নাহার কবিরাজ মায়ের গলা টিপে ধরে । কিছুক্ষণ পর সে মারা যায়। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে আটক ও মায়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, মেয়েকে আটক করা হয়েছে। আর মায়ের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন
তীব্র যানজটঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত
গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানা খন্দক আর ভাঙ্গাচোরা ব্রিজেরবিস্তারিত পড়ুন
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন বন্ধ !
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যারবিস্তারিত পড়ুন